এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,০৬ জুলাই : পরিচালক লীনা মণিমেকলাইয়ের ডকুমেন্টারি ফিল্ম ‘কালী’র পোস্টার ঘিরে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে । ওই পোস্টারে দেবী কালীকে ধুমপান রত অবস্থায় দেখানো হয়েছে । ইতিমধ্যেই ছবির পরিচালক লীনা মণিমেকলাইয়ের(Leena Manimekalai) বিরুদ্ধে উত্তরপ্রদেশ ও দিল্লিতে মামলা দায়ের করা হয়েছে ।এবার ছবিটি নিয়ে মধ্যপ্রদেশ সরকার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর ।
এই ছবির বিরুদ্ধে মধ্যপ্রদেশেও বিক্ষোভ শুরু হয়েছে। তাই গনরোষের কথা মাথায় রেখে পরিচালকের বিরুদ্ধে এফআইআরের প্রস্তুতি নিতে শুরু করেছে শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) সরকার । শুধু তাইই নয়,রাজ্যে ছবিটি নিষিদ্ধ করার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে । মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র সাফ জানিয়ে দিয়েছেন,’ছবির পরিচালক অবিলম্বে পোস্টার থেকে বিতর্কিত ছবি সরিয়ে ফেলুন, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে ।’।