এইদিন ওয়েবডেস্ক,জয়পুর(রাজস্থান),০৬ জুলাই : বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার নূপুর শর্মার শিরোচ্ছেদের পুরষ্কার ঘোষণাকারী রাজস্থানের আজমীরের হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতীর দরগার খাদিম সালমান চিশতিকে গ্রেপ্তার করল পুলিশ । মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় । বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট বিকাশ সাংওয়ান(Vikas Sangwan) জানিয়েছেন,আপত্তিকর ভিডিওটি সামনে আসার পরে তার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল । গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে এতপর এসপির দাবি ঘিরে বিভিন্ন মহলে, জল্পনার সৃষ্টি হয়েছে । কারন এসপি বলেছেন, ‘ভিডিওটি তৈরি করার সময় মনে হচ্ছে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন ।’ আজমীরের এসপির এই মন্তব্যকে অনেকে রাজস্থানের কংগ্রেস সরকারের তোষণ নীতির প্রতিফলন বলে দাবি করেছেন । তাঁদের আশঙ্কা,অভিযুক্ত খাদিমকে মদ্যপ দেখিয়ে তার বিরুদ্ধে মামলা লঘু করার চেষ্টা করছে পুলিশ ।
উল্লেখ্য,সম্প্রতি দরগার খাদিম সালমান চিশতির একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘ ‘আমার জন্মদাত্রী মা ও সন্তানদের নামে আমি শপথ করে বলছি,আমি ওকে(নূপুর শর্মা) প্রকাশ্যে গুলি করতাম । আজ বুক বাজিয়ে আমি ঘোষণা করছি, যে নূপুর শর্মার মুণ্ডচ্ছেদ করতে আনতে পারবে,হু উইল গিভ মি হার হেড,আমি তাকে আমার বাড়ি লিখে দিয়ে পথে বেড়িয়ে যাব। এটা সালমানের প্রতিশ্রুতি ।’ নিজেকে খাজার প্রকৃত সৈনিক’ দাবি করে রীতিমতো কাঁদতে কাঁদতে দরগাহের ওই খাদিম উস্কানি দিয়ে বলেন,’এদিকে তোমাদের নবির উপর একজন প্রশ্নচিহ্ন তুলে দিল, তোমরা ডুবে মরো ।’
ভিডিওটি ভাইরাল হওয়ার পর আজমিরের আলওয়ার গেট থানায় সালমান চিশতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । অবশেষে আজমির পুলিশ মঙ্গলবার (৫ জুলাই, ২০২২) রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে । তবে এই প্রথম নয়, ১৩ টির বেশি মামলায় অভিযুক্ত ওই খাদিম । তার মধ্যে রয়েছে এর মধ্যে খুন ও খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ ।।