এইদিন ওয়েবডেস্ক,০৬ জুলাই : বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার কথিত ধর্মনিন্দার নামে প্রতিবাদে সরব হওয়া এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের এক নেত্রীর বিরুদ্ধে হিন্দু দেবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠল । নদীয়া জেলার কৃষ্ণনগর(Krishnanagar) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবী কালীকে ‘মাংস ভক্ষক এবং মদ পানকারী’ বলে বর্ননা করেছেন । যা ঘিরে বিভিন্ন মহল থেকে তীব্র ভাষায় প্রতিবাদ শুরু হয়ে গেছে । এদিকে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে তার দলও । তৃণমূল এই বক্তব্যকে মহুয়া মৈত্রের ‘ব্যক্তগত মন্তব্য’ এবং ‘দলের সঙ্গে কোন সম্পর্ক নেই’ বলে দায় এড়িয়ে গেছে ।
প্রসঙ্গত,মঙ্গলবার ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট 2022’-এ অংশ নিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । তাঁকে লীনা মণিমেকলাইয়ের বিতর্কিত ‘ধুমপানকারী কালী’র পোস্টার নিয়ে প্রশ্ন করা হয়েছিল । উত্তরে মহুয়া মৈত্র বলেন, ‘আমার কাছে কালী মাংসভোজী এবং মদ পানকারী দেবী ।’ তিনি দাবি করেছিলেন যে অনেক জায়গায় দেবতাদের কাছে হুইস্কি দেওয়া হয় । তাঁর কথায়, ‘দেব-দেবীকে যে কোনো রূপে কল্পনা করার আমার স্বাধীনতা আমাদের আছে ।’
মহুয়া মৈত্রের মতে,’সিকিমে, মা কালীকে হুইস্কি দেওয়া হয়, যেখানে অন্যত্র এটিকে ধর্ম অবমাননা হিসাবে দেখা হতে পারে । যেমন উত্তরপ্রদেশে গিয়ে যদি মা কালীকে প্রসাদ হিসাবে হুইস্কি দেওয়ার কথা বলি তাহলে তা ধর্মনিন্দা হিসাবে দেখা হবে ।তারাপীঠে তো সাধু-সন্তদের ধূমপান করতে দেখা যায়।’ মহুয়া মৈত্র নিজেকে নিরেপক্ষ সমালোচক হিসাবে দাবি করে বলেন, ‘সমালোনা করা আর হিংসা উস্কে দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে ।’
প্রসঙ্গত,বিতর্কের সূত্রপাত একটি পোস্টারকে ঘিরে। পরিচালক লীনা মণিমেকালাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন তথ্যচিত্র ‘কালী’র পোস্টার শেয়ার করেছেন । যেখানে দেবী কালীরূপের অভিনেত্রীকে সিগারেট ধূমপান করতে এবং অন্যহাতে একটি LGBTQ পতাকা ধরে থাকতে দেখা গেছে । যা নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে দেশ জুড়ে । পোস্টারে ধর্মীয় ভাবাবেগ আঘাত করা হয়েছে বলে অভিযোগ তুলে পরিচালক লীনা মণিমেকালাইয়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে ।।
ফাইল ছবি ।