এইদিন ওয়েবডেস্ক,সিমলা,০৪ জুলাই : হিমাচল প্রদেশে একটি বেসরকারি স্কুল বাস দূর্ঘটনার কবলে পড়ল । দূর্ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । সোমবার সকাল প্রায় ৮ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে কুল্লু জেলার (Kullu district) নিওলি -শানশের (Neoli-Shansher) সড়কে সাইঞ্জ উপত্যকার(Sainj valley) জংলা (Jangla) এলাকায় । বাসের চাকা পিছল কেটে আচমকা খাদের নিচে পড়ে যায় । বেশ কিছু স্কুল পড়ুয়া ওই বাসটিতে ছিল বলে মনে করা হচ্ছে । মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জেলাশাসক কুল্লু আশুতোষ গর্গ (Ashutosh Garg) ।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর কুল্লুতে বাস দুর্ঘটনায় শোক ও শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের এবং তাদের প্রিয়জন হারানো পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন । পাশাপাশি তিনি জানান, প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে আহতদের হাসপাতালে পাঠানোর কাজে তদারকি করছেন ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী হিমাচল প্রদেশে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে PMNRF-এর থেকে প্রত্যেকে ২ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন ।।