এইদিন ওয়েবডেস্ক,কাটনি(মধ্যপ্রদেশ),০৩ জুলাই : মুসলিম মহিলা পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হওয়ার পর “পাকিস্থান জিন্দাবাদ” শ্লোগান উঠল মধ্যপ্রদেশের কাটনি জেলায়(Katni district) । শনিবার থেকে এই শ্লোগানের ভিডিও ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়ায় । হিন্দু সংগঠনের অভিযোগ, চাকা গ্রাম পঞ্চায়েতে(Chaka Gram Panchayat) প্রধান পদে রাহিশা ওয়াজিদ খানের (Rahisha Wajid Khan) জয়ের পর এই শ্লোগান দেওয়া হয় । অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার দাবিতে হিন্দু সংগঠনের প্রচুর লোকজন কুথলা থানায় (Kuthla police station) জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখায় । কাটনি জেলার সিএসপি বিজয় প্রতাপ সিং জানিয়েছেন,চাকা গ্রাম থেকে ৩০-৪০ জন এসে এনিয়ে থানায় অভিযোগ করেছিল । ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযোগের সত্যতা প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।
উল্লেখ্য,মধ্যপ্রদেশে কয়েক দফায় ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন চলছে । শুক্রবার দ্বিতীয় ধাপে কাটনির চাকা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হয় । গভীর রাত পর্যন্ত চলে ভোট গণনা । গণনা শেষে দেখা যায় প্রধান পদে জয়ী হয়েছেন রাহিশা ওয়াজিদ খান । এনিয়ে তিনি দ্বিতীয়বারের জন্য চাকা গ্রামের প্রধান নির্বাচিত হলেন ।
জানা গেছে,ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পরেই সমর্থকরা রাহিশা ওয়াজিদ খানের বাড়ির বাইরে জড়ো হয় । তারা “জিত গেল ভাই জিত গেল, পাকিস্তান জিতে গেল” এবং “পাকিস্থান জিন্দাবাদ” শ্লোগান দিয়ে দীর্ঘ সময় ধরে জয় উদযাপন করে । পরের দিন কেউ ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে বিষয়টি প্রকাশ্যে আসে । আর এর পরেই প্রতিবাদে সরব হয় হিন্দু সংগঠনগুলি ।
এই বিষয়ে কাটনির পুলিশ সুপার টুইটারে লিখেছেন, ‘ভাইরাল ভিডিওর বিষয়টি আমলে নিয়ে সিএসপিকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাল ভিডিওটি এফএসএল দ্বারা তদন্ত করা হবে এবং ঘটনার ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।’।