এইদিন ওয়েবডেস্ক,পুরুলিয়া,১১ জানুয়ারী : জার্মান প্রকল্পের জল বাড়ি বাড়ি সরবরাহ করা হয় । পানীয় জলের মূলত ওই একটাই উৎস পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের বাসিন্দাদের । কিন্তু প্রায় সাত দিন ধরে বন্ধ রয়েছে প্রকল্পের জল সরবরাহ । ফলে পানীয় জলের জন্য নলকূপের দূষিত জলের উপরেই নির্ভর করতে হচ্ছে শহরবাসীকে । প্রকল্পের জল ফের কবে স্বাভাবিক হবে সেই বিষয়ে কেউই নিশ্চিত করে জানাতে পারেননি । এদিকে নলকূপের দূষিত জল পান করে রোগব্যাধি ছড়াচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ এনিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
এই বিষয়ে রঘুনাথপুর পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য বাসুদেব তেওয়ারি জানান, জল সরবরাহের পাইপলাইন ফেটে যাওয়ার কারনেই এমন সমস্যার সৃষ্টি হয়েছে । জল সরবরাহ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে । সেই সঙ্গে তিনি জানিয়েছেন, জার্মান প্রকল্প ছাড়াও শহরবাসীর জন্য পানীয় জলের বিকল্প ব্যাবস্থা করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে ।
দেখুন ভিডিও :