এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ জুলাই : দূর্ঘটনার কবলে পড়ল মালদা কেন্দ্রীয় বিদ্যালয়ের একটি স্কুলবাস । শনিবার দুপুর আড়াইটা নাগাদ মালদার ইংরেজবাজার ব্লকের পলিটেকনিক কলেজের কাছে মালদহ-মানিকচক রাজ্য সড়কের পাশে নয়ানজুলিতে উলটে পড়ে বাসটি । দূর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন পড়ুয়া ছিল বলে জানা গেছে । জখম হয়েছে প্রায় ৩০ জন পড়ুয়া । তাদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহ কেন্দ্রীয় বিদ্যালয়ের বাসটিতে মূলত পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা ছিল। স্কুল থেকে বাসটি বেড়িয়ে আসার পর রাজ্য সড়ক ধরে ধীর গতিতে এগুতে শুরু করে বাসটি । কিন্তু কিছুটা যেতেই হঠাৎ রাস্তার বাম পাশে নয়ানজুলিতে উল্টে যায় । প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী ও ইংরেজবাজার থানার পুলিশ । তবে কিভাবে দূর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয় । স্থানীয় বাসিন্দা মিলন রায়,রাজ মণ্ডলরা জানিয়েছেন, বাসটির খুব শ্লো চলছিল । তারপর হঠাৎ কিভাবে যে উলটে পড়ল সেটাই বোঝা যাচ্ছে না । দূর্ঘটনার কারন একমাত্র চালকই বলতে পারবে বলে তাঁদের দাবি । পুলিশ জানিয়েছে,চালক পলাতক । তার সন্ধান চলছে ।।