এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০২ জুলাই : প্রাতঃভ্রমণে বেড়িয়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে তড়িতাহত রাস্তার উপর পড়েছিলেন এক মহিলা ৷ তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রতিবেশী ব্যক্তি । গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া দু’নম্বর ব্লকের ভূতশহর গ্রামে । মৃতদের নাম পার্বতী ঘোষ ও অনন্ত ঘোষ। এই দুর্ঘটনার জন্য বিদ্যুৎ দপ্তরের গাফেলতিকে দায়ি করেছেন গ্রামবাসীরা । তাঁদের অভিযোগ,ঝুলে পড়া বিদ্যুতের তারের ব্যাবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ দপ্তরের কাছে বারবার দরবার করেও কোনো কাজ হয়নি ।
স্থানীয় সূত্রে জানা গেছে,অন্যান্য দিনের মতো এদিন ভোরে গ্রামের রাস্তায় প্রাতঃভ্রমণে বের হন পার্বতী ঘোষ । এদিকে আগের দিন রাতে ঝড়বৃষ্টির কারনে একটি বিদ্যুতের তার যে রাস্তার উপরে পড়ে আছে তা তিনি খেয়াল করেননি । কোনোভাবে তিনি তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন । রাস্তার উপরে তার জড়ানো অবস্থায় তিনি পড়ে ছিলেন । বিষয়টি নজরে পড়ে পার্বতীদেবীর এক প্রতিবেশী অনন্ত ঘোষের । এরপর অনন্তবাবু তাঁকে তোলার চেষ্টা করতেই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন ।
জানা গেছে,বেশ কিছুক্ষণ পর গ্রামবাসীরা দু’জনকে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন । শেষে তাঁরা লাঠি দিয়ে কোনো রকমে বিদ্যুতের তার সরিয়ে দু’জনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । গ্রামবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে বিপজ্জনক ভাবে ঝুলছিল ওই বিদ্যুতের তারটি । মেরামতির জন্য বিদ্যুৎ দপ্তরের কাছে বারবার আবেদন জানানো হয়েছিল । কিন্তু বিদ্যুৎ দপ্তর থেকে মেরামতির কোনো উদ্যোগ না নেওয়ার কারনেই দুটি তরতাজা প্রান অকালে ঝড়ে গেল । এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা ।
এদিকে ঘটনার খবর পেতেই নিহতের বাড়িতে গিয়ে পরিবারকে স্বান্তনা দেন ওন্দা বিধানসভা বিজেপি বিধায়ক অমর নাথ শাখা । তিনি নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি জানান । পাশাপাশি গ্রামের খোলা বিদ্যুৎ তারের পরিবর্তে অবিলম্বে কভার দেওয়া বিদ্যুতের তার লাগানোর দাবি জানিয়েছেন বিধায়ক ।।