🌼 “আমাদের বিশ্বাস সব প্রাণীই ব্রহ্ম স্বরূপ । প্রত্যেক আত্মাই যেন মেঘে ঢাকা সূর্যের মতো ; একজনের সঙ্গে আর একজনের তফাৎ কেবল এই – কোথাও সূর্যের উপর মেঘের আস্তরণ ঘন,কোথাও এই আবরণ একটু পাতলা,আমাদের বিশ্বাস — জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এটি সকল ধর্মেরই ভিত্তিস্বরূপ ; আর শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক স্তরে মানবের উন্নতির সমগ্র ইতিহাসের সার কথাটাই এই–এক আত্মাই বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আপনাকে প্রকাশ করছেন। আমাদের বিশ্বাস—এই হ’ল বেদের সার রহস্য।
আমাদের বিশ্বাস-প্রত্যেক ব্যক্তির অপর ব্যক্তিকে এইভাবে অর্থাৎ ঈশ্বর ব’লে চিন্তা করা উচিত ও তার সঙ্গে তেমনভাবে ব্যবহারও করা উচিত, কাকেও ঘৃণা
করা বা কোনরূপে কারও নিন্দা বা অনিষ্ট করা উচিত নয় । আর এ যে শুধু সন্ন্যাসীর কর্তব্য তা নয়, সকল নর-নারীরই কর্তব্য ।”।