প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ জুলাই : রথের মেলায় সহ নাগরদোলা ভেঙে পড়ায় আহত হলেন চারজন।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে।খবর পেয়েই মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেমারি গ্রামীণ হাসপাতালে। এই ঘটনার পরেই পুলিশ মেলা থেকে ভিড় একেবারে খালি করে দেয় । পুলিশ নগরদোলা ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখছে । তদন্তের প্রয়োজনে পুলিশ নাগরদোলার মালিক ও আপারেটরকে আটক করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মেমারির রসুলপুর রথতলায় প্রতিবছর রথের সময়ে মেলা বসে ।মাঝে দু’বছর করোনা অতিমারির জন্য রথে মেলা বসেনি। অতিমারির প্রভাব কমায় এ বছর রসুলপুরের রথের মেলা বসে।উদ্যোগতাদের অনুমতি মেলায় সেই মেলায় নাগরদোলা বসে । এদিন সন্ধ্যার পর থেকে মেলায় ভিড় বাড়ে। মেলায় যাওয়া অনেকেই চড়েন নাগরদোলায় । প্রথম দিকে কোন বিপত্তি না ঘটলেও রাত আনুমানিক সাড়ে আটটা থেকে নয়টা নাগাদ হঠাৎতই আরোহী সমেত নাগরদোলা ভেঙে পড়ে।আর তাতেই চার জন আহত হন। এই ঘটনার পরেই মেলা তলায় হুড়োহুড়ি পড়ে যায় ।সেই খবর পেয়েই মেমারি থানার ওসি সুদীপ্ত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী দ্রুত মেলা তলায় পৌছে পরিস্থিতি সামাল দেয় । বরাত জোরে কারুর প্রাণহাণির ঘটনা না ঘটায় আপাত স্বস্তিতে প্রশাসন ।
এসডিপিও (বর্ধমান দক্ষিন )সুপ্রভাত চক্রবর্তী
জানিয়েছেন, রসুলপুরে আরোহী সহ নাগদোলা ভেঙে পড়ায় চারজন আহত হন।পুলিশ তাদের উদ্ধার করে মেমারি গ্রামীন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়।প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা সবাইকে ছুটি দিয়ে দিয়েছেন ।এই ঘটনার তদন্তে নেমে পুলিশ নাগরদোলার মালিক ও অপারেটরকে আটক করেছে। এসডিপিও বলেন,প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে
নগরদোলায় যান্ত্রিক ত্রুটি থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে তবে প্রকৃত কারণ কি এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে ।’।