এইদিন ওয়েবডেস্ক,বার্মিংহাম,০১ জুলাই : ক্রিকেট মাঠের রোমাঞ্চ দর্শকদের কাছে পৌঁছে দিতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে খেলাধুলা সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্কাই স্পোর্টস । এই প্রথম শর্ট লেগের ফিল্ডারের হেলমেটে লাগানো হল মাউন্ট ক্যামেরা । ভারত-ইংল্যান্ড টেস্ট থেকেই শুরু হল এই নতুন প্রযুক্তির প্রয়োগ । আজ শুক্রবার এজবাজস্টনে সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত।
এই ম্যাচে শর্ট লেগে ফিল্ডিং করা ইংল্যান্ডের ওলি পোপের হেলমেটে ক্যামেরা দেখা গেলো । এর জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুমোদনও পেয়েছে বলে জানিয়েছে স্কাই স্পোর্টস । তবে হেলমেটে থাকা ক্যামেরায় কোন ধরনের শব্দ রেকর্ড হবে না। শুধুমাত্র মাঠের ক্রিকেটারদেরকেই দেখা যাবে । এর আগে দ্য হানড্রেডের প্রথম সংস্করণে হেলমেটে ক্যামেরা ব্যবহা করেছিল স্কাই স্পোর্টস ।
প্রসঙ্গত,এদিন বার্মিংহামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট ম্যাচটি খেলা হচ্ছে সেটি ২০২১ সালের টেস্ট সিরিজের স্থগিত হয়ে যাওয়া পঞ্চম টেস্ট ম্যাচ । ভারত যদি এই ম্যাচে জিততে পারে বা ড্রও করে, তাহলে ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতবে ।।