এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,৩০ জুন : ছেলে ও নাতির মারধরে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক বৃদ্ধের । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমানের সরাইটিকরে । খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । মৃতের নাম শশাঙ্কশেখর দত্ত (৭০) । পুলিশ ঘাতক ছেলে ফাল্গুনী দত্ত ও নাতি অনিরুদ্ধ দত্তকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার মৃতদেহটির ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ।
জানা গেছে,সরাইটিকরের আমতলায় বাড়ি শশাঙ্কশেখর দত্তের । তিনি কোল্ডফিল্ডের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন । বুধবার রাতে শশাঙ্কশেখরবাবুদের বাড়ি থেকে চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা । তাঁরা এসে বাড়ির জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝের মধ্যে পড়ে রয়েছেন বৃদ্ধ শশাঙ্কশেখর দত্ত । তাঁর পাশে বসে রয়েছেন ছেলে ফাল্গুনী ও নাতি অনিরুদ্ধ । মেঝেতে খাবার ও টাকা পয়সাও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ।
জানা গেছে,স্থানীয়রা দরজা খোলার জন্য বারবার ডাকাডাকি করেন । কিন্তু তাতেও দরজা খোলেনি খুনি বাবা ও ছেলে । শেষে প্রতিবেশীরা দরজা ভেঙে ভিতরে ঢোকেন । তাঁরা বৃদ্ধকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে বর্ধমান থানায় খরব দেন । পরে পুলিশ এসে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
প্রতিবেশীরা জানান, মাঝে মধ্যেই শশাঙ্কশেখরবাবুর বাড়িতে অশান্তি হত । নাতি ফাল্গুনী মানসিক রোগী । কয়েক বছর আগে সে তার ঠাকুরমাকে ব্যাপক মারধর করেছিল । একটা হাত ভাঙলেও তখন বরাত জোরে প্রাণে বেঁচে যান ওই বৃদ্ধা । কিন্তু এবার নাতি ও ছেলের হাত থেকে নিস্তার পেলেন না বৃদ্ধ শশাঙ্কশেখর দত্ত । বুধবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । খুনি বাবা ও ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের প্রতিবেশীরা ।।