এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৯ জুন : ঘোর সঙ্কটের মধ্যে পড়েছেন উদ্ভব ঠাকরে । বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল । এদিকে গুয়াহাটিতে থাকা শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে দাবি করেছেন,৫০ জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁর । অন্যদিকে আবার চারজন শিবসেনা বিধায়ক ফ্লোর টেস্টে অংশ নিতে পারবেন না । ওই চার বিধায়ক হলেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, ছগন ভুজবল, অনিল দেশমুখ এবং নবাব মালিক । কারন অজিত পাওয়ার এবং ভুজবলের করোনা রিপোর্ট পজিটিভ। নবাব মালিক ও অনিল দেশমুখ বর্তমানে জেলবন্দি । নবাব মালিক উদ্ভব ঠাকরের মন্ত্রীসভার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী । অনিল দেশমুখ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। দুজনেই মানি লন্ডারিংয়ের দুটি পৃথক মামলায় মুম্বাই জেলে বন্দী । ফলে ফ্লোর টেস্টের আগেই উদ্ধব সরকার কার্যত ব্যাকফুটে ।
উল্লেখ্য,দিল্লিতে গিয়ে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে আলোচনার পর মঙ্গলবার রাতেই রাজ্যপালের সাথে দেখা করেছিলেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিস । উদ্ধব সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলার জন্য তিনি রাজ্যপালকে অনুরোধ করেছিলেন ।রাজ্যপাল বিজেপির দাবি মেনে নিয়ে ফ্লোর টেস্টের জন্য বর্তমান মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হবে ফ্লোর টেস্ট এবং বিকেল ৫টায় শেষ হবে । সম্পূর্ণ কার্যক্রমের ভিডিওগ্রাফি করা হবে এবং সরাসরি সম্প্রচার করা হবে ।
এদিকে বুধবার দেবী কামাখ্যা মন্দিরে পূজো দিতে যান শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে । তিনি মন্দিরের বাইরে সাংবাদিকদের জানান, “আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে” বৃহস্পতিবার তিনি মুম্বাই ফিরে আসবেন । নতুন সরকার গঠনের পদক্ষেপে অংশ নেবেন বলে বলে তিনি ইঙ্গিতে বুঝিয়ে দেন ।।