এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৯ জুন : বিগত ৯ দিন ধরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ও তাঁর মন্ত্রীসভার অন্যতম সদস্য একনাথ শিন্ডের মধ্যে টানাপোড়েনের পর এবার আসরে নামলো বিজেপি । বিধানসভায় বিরোধী দলের নেতা দেবেন্দ্র ফড়নবিস মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে দেখা করতে দিল্লি গিয়েছিলেন । তাদের পরিস্থিতি সম্পর্কে অবগত করেন ফড়নবিস । তারপর তিনি রাতের দিকে মুম্বাই ফিরে সোজা রাজভবনে পৌঁছে যান ।
তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্তদাদা পাতিল,বিধান পরিষদের বিরোধী দলনেতা প্রবীণ দারেকর,প্রবীণ নেতা সুধীর মুনগান্টিওয়ারসহ ৫-৬ জন শীর্ষ নেতা । তাঁরা রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে একটি চিঠি দিয়ে মহা বিকাশ আঘাদি সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য আবেদন জানিয়েছেন ।
বিগত ৯ দিনের ঘটনাক্রম চুপচাপ লক্ষ্য রাখার পরে পরিস্থিতি বুঝে বিজেপি এবার রাজ্যপালের কাছে ফ্লোর টেস্টের দাবি জানালো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ ফলে এবার মহারাষ্ট্রের অনিশ্চয়তার মেঘ কাটবে বলে মনে করা হচ্ছে ।।