এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,১০ জানুয়ারী ঃ বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান উত্তর বিধানসভার অন্তর্গত বৈকন্ঠপুর -২ অঞ্চলের বাম চাঁদাইপুর এলাকায় । সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল । এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশ ।
শনিবার বর্ধমান শহরে রোড শো ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার । ওই রোড শোয়ে সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়,রাজ্য সভাপতি দিলীপ ঘোষসহ বিজেপির একঝাঁক নেতা ও নেত্রী উপস্থিত ছিলেন । বিজেপির ওই রোড শোয়ে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় । রবিবার পালটা রোড শোয়ের ডাক দেয় শাসকদল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের জেলা যুব সহ সভাপতি সোহম চক্রবর্তীর নেতৃত্বে বর্ধমান টাউন হল থেকে গোলাপবাগ পর্যন্ত ওই রোড শো হয় ।
বর্ধমানে বিজেপির ৩১ নম্বর জেডপি মন্ডলের সভাপতি হংস পালের অভিযোগ, ‘সর্বভারতীয় সভাপতির রোড শোয়ে অংশ নেওয়ার জন্য তৃণমূলের বৈকন্ঠপুর অঞ্চল সভাপতি আজাদ শেষ ও তার দলবল এদিন সকালে আমাদের কর্মীদের হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে । সেই সঙ্গে আজকে তৃণমূলের রোড শোয়ে যাওয়ার জন্য তারা ফরমান জারি করে । না গেলে খুনের হুমকি দেয় তৃণমূলের গুন্ডাবাহিনী । আমাদের দলের কর্মীরা প্রতিবাদ করলে তৃণমূলের ৪০-৫০ জনের একটা দল আমাদের কয়েকজন কর্মীর উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে । মাধব মন্ডল নামে আমাদের এক কর্মীর মাথা ফাটিয়ে দেয় । এছাড়া উজ্জ্বল দাস,হরষিত মন্ডল নামে আমাদের দুই কর্মী গুরুতর আহত হয় । পাশাপাশি মদন দাস নামে এক কর্মীর দোকানের তালা ভেঙে দেওয়া হয় । বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি ।’
অন্যদিকে তৃণমূলের বৈকন্ঠপুর অঞ্চল সভাপতি আজাদ শেখের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন । তাঁর পালটা অভিযোগ, ‘আমরা মারধর করিনি । বিজেপি কর্মীরাই আমাদের কার্যালয় ভাঙচুর চালিয়েছে । আমাদের কয়েকজন কর্মীকে ব্যাপক মারধর করেছে ।’
স্থানীয় সুত্রে খবর, এদিন সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ বাম চাঁদাইপুর এলাকায় উভয় দলের বেশ কিছু কর্মী ও সমর্থক জড়ো হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । দফায় দফায় সংঘর্ষ চলে । সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় বলে খবর । পরে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।।