এইদিন ওয়েবডেস্ক,বারুইপুর,২৮ জুন : ফেসবুকে বন্ধুত্ব গড়ে তোলার পর পশ্চিমবঙ্গের এক হিন্দু নাবালিকাকে ফুসলিয়ে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের বাসিন্দা মহম্মদ জামাল(Mohammed Jamal) নামে এক যুবককে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার পুলিশ । ধৃতকে ট্রানজিট রিমান্ডে এরাজ্যে আনা হয়েছে । পাশাপাশি উত্তরপ্রদেশের শ্যামলি জেলার(Shamli district) কৈরানা(Kairana) শহরতলীর একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কিশোরীকে ।
এই বিষয়ে সাংবাদিক স্বাতী শর্মা গোয়েল টুইট করেছেন, ‘কৈরানার মহম্মদ জামাল বাংলার এক নাবালিকা হিন্দু মেয়েকে প্রলোভন দেখিয়ে তার বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যায় । ফেসবুকের মাধ্যমে তাদের বন্ধুত্ব হয়েছিল । কানুনগো প্রিয়াঙ্ক (KanoongoPriyank) এবং মিশন মুক্তি ফাউন্ডেশনের (Mission Mukti Foundation) হস্তক্ষেপের পর অভিযান চালিয়ে যুবককে গ্রেফতার করা হয়েছে ।’
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে,বারুইপুর থানার বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব গড়ে তোলে কৈরানার বাসিন্দা মহম্মদ জামাল । পরে মেয়েটি আচমকা উধাও হয়ে গেলে বারুইপুর থানায় একটি এফআইআর দায়ের করে মেয়েটির পরিবার । তাতে বলা হয় ২০২২ সালের ১৪ মে ওই কিশোরীকে অপহরণ করা হয়েছে । অভিযোগ পেতেই ফেসবুক চ্যাট ও মোবাইল ফোনের সুত্র ধরে ঘটনার তদন্তে নামে পুলিশ । তখন পুলিশ কৈরানার বাসিন্দা জামালের অবস্থান জানতে পারে ।
জানা গেছে,এরপর বারুইপুর থানার পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডের (এনসিপিসিআর) কাছে সাহায্য চায় ।
বিষয়টি জানতেই কমিশনের সভাপতি প্রিয়াঙ্ক কানুনগো এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য শামলীর এসএসপি কাছে আবেদন জানান । ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সাথে মিশন মুক্তি ফাউন্ডেশনের নয়া দিল্লির ডিরেক্টর বীরেন্দ্র সিং এবং অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ইনচার্জ আরতি চন্দ্র কৈরানায় পৌঁছে যান । যেখানে স্থানীয় পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয় । শেষে কৈরানার মহল্লা দরবার কালান (Mohalla Durbar Kalan) থেকে গ্রেফতার করা হয় মহম্মদ জামালকে । পাশাপাশি কৈরানা শহরতলীর একটি ভাড়া বাড়ি থেকে কিশোরটিকে উদ্ধার করে পুলিশ ।।