প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলেও পৌঁছে গিয়েও চাকরির দাবিতে স্বোচ্চার হলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।সোমবার বর্ধমানের গোদায় অনুষ্ঠিত সরকারী সভার স্থলেই প্ল্যাকার্ড হাতে নিয়ে চাকির দাবীতৈ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো ২০১৪ সালে টেট উত্তির্ণ কয়েক জন চাকরি প্রার্থী ।মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁরা চিৎকার করে বলতে থাকেন ,দিদি কিছু বলতে চাই। দিদি আমাদের সঙ্গে কথা বলুন।এই ঘটনায় অস্বস্তিতে পড়েযান সভাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা । তাঁরা দ্রুত টেট উত্তির্ণ তিন চাকরি প্রার্থী মহিলার কাছে ছুটে গিয়ে তাঁদের হাত থেকে প্লাকাড গুলো ছিনিয়ে নিয়ে পরিস্থিতি সামাল দেন। পুলিশ কর্মীরা প্ল্যাকার্ড কেড়ে নিলেও এই ঘটনা মঞ্চে থাকা মুখ্যমন্ত্রীর চোখ এড়ায়নি ।
নিরাপত্তা কর্মীদের দিয়ে তিন মহিলাকে ডেকে পাঠিয়ে তাদের বক্তব্য শোনেন।এমনকি মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্তও করেন।প্লাকার্ড হাতে সভায় আসা স্বাথী বন্দ্যোপাধ্যায় সোমা কর ও সুমনা কুমার দত্তরা জানান, তাঁরা ২০১৪ সালে টেট পাশ ট্রেণ্ড পরীক্ষার্থী।২০১৭ সাল পর্যন্ত যার নিয়োগ হয়।এই তিন মহিলার অভিযোগ,২০২০ সালে মুখ্যমন্ত্রী ঘোষনা করছিলেন ২০ হাজার টেট পাশ ট্রেণ্ড পরীক্ষার্থীদের নিয়ে নেওয়া হবে।কিন্তু ২০ হাজারের মধ্যে থেকেও আমরা এখনও চাকরী পায় নি।আমরা আন্দোলন করেছি,দিদির সাথে দেখা করতে চেয়েছি,দেখা করতে পারি নি।আমরা কয়েক হাজার এরকম পরিক্ষার্থী আছি।আজকে দিদির সাথে দেখা করলে দিদি জানান কেউ না কেউ মামলা করার জন্য সমস্যা হচ্ছে।দিদির সাথে কথা বলে আমরা আশ্বস্ত হয়েছি ।মুখ্যমন্ত্রী তাঁদের চাকরিয় ব্যাপারে কিছু একটা নিশ্চই করবেন এই প্রত্যাশা রয়েছে বলে চাকরি প্রার্থী মহিলারা এদিন মন্তব্য করেন ।।