প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ জুন : নার্সের সরকারী চাকরি করতে চাওয়ায় ভাড়াটে দুস্কৃতিদের সঙ্গে নিয়ে রেণু খাতুনের ডান হাত কেটে নেয় তাঁর স্বামী। তবুও নার্সের সরকারী চকরি করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেননি রেণু। তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়ে পাশে দাড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় । কয়েক দিন আগেই রেণু নার্সের চাকরিতে যোগ দিয়েছেন।তার পর থেকেই মুখ্যমন্ত্রীকে মায়ের আসনে প্রতিষ্ঠা দেন রেণু।সোমবার বর্ধমানের নবাবহাটের গোদার মাঠে মুখ্যমন্ত্রী আসছেন জেনে সেখানে ছুটে গিয়েছিলেন রেণু ।
সভাস্থলে রেণু মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতেই মুখ্যমন্ত্রী তাঁকে জড়িয়ে ধরে বললেন, জীবনে এগিয়ে যাও। বড় হও।আমরা তোমার পাশে আছি।’ সামনা মুখ্যমন্ত্রীর মুখথেকে এমন প্রেরনা দায়ক কথা শুনে আপ্লুত পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কোজলসা গঃরামের বধূ রেণু । সংবাদ মাধ্যমকে তিনি বলেন ,মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা পূ্রণ হওয়ায় আমি গর্বিত । আজকের দিনটা আমার জীবনে ’স্পেশাল’ হয়ে থাকবে।
সোমবার বর্ধমানের নবাবহাট লাগোয়া গোদার মাঠে এদিন ’নতুন কৃষকবন্ধু’ প্রকল্পের সূচনা অনুষ্ঠানে যোগ দিতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সড়কপথেই বর্ধমানে আসেন। সভাস্থলে ঢোকার সময়েই রেনু খাতুনের সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রীর।রেণু মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন। তখনই রেণুকে বুকে জড়িয়ে ধরে মুখ্যমন্ত্রী তাঁকে আীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে জীবনে বড় হওয়ার ও এগিয়ে যাওয়ার কথা বলেন ।রেণু এদিনও জানান , এক হাত না থাকার অভাব তিনি কাউকে বুঝতে দেবেন না । নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন ।।