এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৭ জুন : লিটার পিছু দুধের দাম ৫-৭ টাকা করে কম দেওয়ার অভিযোগ তুলে সোমবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ডেয়ারি প্লান্ট এর সামনে তুমুল বিক্ষোভ দেখালেন হারাবতি গ্রামের প্রায় ৬০ জন গোপালক । তাঁরা ডেয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে মেশিনে কারচুপি করার অভিযোগ তুলেছে । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।
বিক্ষোভকারী গোপালক রাজীব দে বলেন, ‘লিটার পিছু দুধের সরকারি মূল্য ২৭-২৮ টাকা করে । অথচ আমরা ২০-২২ টাকার উর্ধে দুধের দাম পাচ্ছি না । পাশের কংসাবতী ডেয়ারীতে একই গুনগত মানের দুধের সঠিক দাম দেওয়া হলেও বিষ্ণুপুর ডেয়ারি প্লান্টে এসে লিটার পিছু ৫ থেকে ৭ টাকা কম হয়ে যাচ্ছে । আমাদের সন্দেহ এখানে মিটারে কিছু কারচুপি করে রাখা হয়েছে ।’
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিষ্ণুপুর ডেয়ারি প্লান্ট ইনচার্জ নিত্যানন্দ মোদক । তিনি বলেন,’এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ । গুণগতমান দেখেই গোপালকদের দুধের দাম ধার্য্য করা হয় ।’।