এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১০ জানুয়ারী : শনিবার কাটোয়ার জনসভায় এসে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে ‘চালচোর, ত্রিপলচোর, বালিচোর’ বলে তোপ দেগে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । রবিবার কাটোয়ায় এসে একই সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
প্রসঙ্গত, রাজ্যবাসীকে বিনামুল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষনা করেছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই প্রসঙ্গে এদিন দিলীপবাবু বলেন,’মোদিজী আগেই বলে দিয়েছেন সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে । ১৩৫ কোটি দেশবাসীকে যদি ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় তাহলে বাদ রইলো কে ? এটাও মোদিজীর কাছ থেকে চুরি করা জিনিষ । উনি চাল নিয়ে বলছেন আমি চাল দিলাম । এরকম পায়খানা নিয়ে বাড়ি নিয়েও করেছেন । উনি কি ভ্যাকসিন আবিস্কার করেছেন?”
এদিন কাটোয়া থানার কারুলিয়া গ্রামে আরএসএসের আয়োজনে ছিল ভারতমাতার পুজো ও হিন্দু ধর্মসভা। এই সভায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল, প্রবীণ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত প্রমুখ ।
এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থালা বাজানো, প্রদীপ জ্বালানোর আহ্বানের পক্ষেই সওয়াল করেন দিলীপবাবু । তিনি বলেন, ‘মোদিজী বলেছিলেন তালি দিন,থালা বাজান,প্রদীপ জ্বালান । লোকে তাই করেছে । সচেতন হয়েছে । তাতে মৃত্যু কমেছে ।’পাশাপাশি তিনি বলেন, ‘যে রোগের কোনও চিকিৎসা নেই । ওষুধ নেই । সেই রোগের চিকিৎসা করাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা বিল হয়েছে । যেমন আমাদের কাঁথির এক ডাক্তারবাবু ৪২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন । কিন্তু তিনি মারা যান । তাঁর ৪২ লক্ষ টাকা বিল হয়েছিল । কলকাতাতে এক একজন মানুষের ২৫ লাখ টাকা, ২৭ লাখ,১৮ লাখ টাকা করে বিল হয়েছে ।যার চিকিৎসাই নেই তার জন্য এত বিল হয় কি করে ?’
পাশাপাশি তিনি অভয় দিয়ে বলেন, ‘প্রকৃতি, ধর্ম, সভ্যতা,সংস্কৃতির মধ্যে একটা শক্তি আছে । আমরা অমরত্বের পূজারি । এই ধরনের অনেক ঘাত প্রতিঘাতের পাশাপাশি বিদেশি বর্বর জাতির আক্রমনকে আমরা প্রতিহত করেছি । এতে ভয় পাওয়ার কোনও কারন নেই । আমরা অমৃতের সন্তান ।’
দিলীপ ঘোষ বলেন, “জয় শ্রীরাম বলে বলে ভূতগুলোকে আমরা ভাগিয়ে দিলাম । এদের উৎপাত ৭০ – ৭৫ বছর ধরে আমরা দেখেছি । তারাই আজ ভূত হয়ে গিয়েছে । রামই আমাদের ভবিষ্যৎ।”
পাশাপাশি রামায়ন, মহাভারত থেকে বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে ভারতীয় সংস্কৃতি ও হিন্দুধর্মের ঐতিহ্যের কথা তুলে ধরেন দিলীপবাবু । তিনি বলেন,”এই দেশে ভগবান অবতাররূপে ১০ বার অবতীর্ণ হয়েছেন । বিশ্বের কোনও দেশে যার দৃষ্টান্ত নেই । আমরা সকলেই শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রকে অনুসরণ করি ।তাই দেশের প্রতিটি কোনে কোনে ঘুরে দেখা যাবে এখনও অনেক মানুষ তাদের বাড়ির ছেলেদের নাম রাম অথবা কৃষ্ণ রাখেন।” পাশাপাশি বিশ্বে মানবতা রক্ষায় হিন্দু সমাজের শক্তি ও সামর্থ্যকে সংগঠিত করার আহ্বান জানান দিলীপবাবু ।।