এইদিন ওয়েবডেস্ক,কেপটাউন,২৭ জুন : দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় শহর পূর্ব লন্ডনের একটি নাইটক্লাবে ২১ জন কিশোর কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে । ঘটনাস্থলটি দেশটির বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গ থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত । ইস্টার্ন কেপের প্রাদেশিক সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে ৮ জন কিশোরী এবং ১৩ জন কিশোর রয়েছে । নাইটক্লাবের ভেতরে ১৭ জনের মৃতদেহ পাওয়া গেছে। বাকিরা হাসপাতালে মারা গেছে । নিরাপত্তা বিভাগের আধিকারিক উনাথি বিনকোস কিশোরদে মৃত্যুর কারণ হিসাবে পদদলিত হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন । তিনি বলেন,’মৃতদেহগুলিতে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি । তাই পদদলিত হয়ে এতগুলি প্রাণহানি হয়েছে বলে বিশ্বাস করা কঠিন।’
জানা গেছে,নিহতরা স্কুলের পরীক্ষা শেষ হওয়ায় ওই নাইট ক্লাবে রবিবার রাতে ‘পেন ডাউন’পার্টি উদযাপন করছিল । পরে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে পুরো নাইট ক্লাব জুড়ে খালি মদের বোতল,টেবিল, চেয়ার,পরচুলা পড়ে রয়েছে । মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহগুলো । তবে মৃতদেহগুলিতে আঘাতের কোনো সুস্পষ্ট চিহ্ন নেই বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডিসপ্যাচলাইভ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান মদে বিষক্রিয়ার কারনেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে । তবে পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
খবর পেয়ে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান । স্বরাষ্ট্রমন্ত্রী ভেকি সেল মর্গ পরিদর্শন করে বেরিয়ে এসে কান্নায় ভেঙে পড়েন। সাংবাদিকদের তিনি বলেন, এটি একটি ভয়ানক দৃশ্য। তারা বেশ অল্প বয়সী। তাদের মধ্যে কারো কারো বয়স ১৩, ১৪ বছর। এ অবস্থা দেখলে আপনারাও নিজেদের ধরে রাখতে পারবেন না।’ ঘটনায় শোক প্রকাশ করেছেন জি৭ সম্মেলন উপলক্ষে জার্মানিতে থাকা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ।।