প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ জুন : গাছের নিচে আশ্রয় নিয়েও রক্ষা মিললো না । বজ্রপাতে সেখানেই মৃত্যু হল দুই যুবকের। রবিবার বিকালে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির অমরপুর এলাকায় ।মৃতরা হলেন রাজা রুইদাস (২২) ও সেখ সাইদুল (৩৪)।রাজার বাড়ি গলসি থানার মসজিদপুরে ।আর অপর মৃত সাইদুলের বাড়ি গলসির ইটারু গ্রামে।বর্ষা শুরু হতে না হতেই বজ্রপাতে দুই যুবকের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বর্ষা শুরু হতেই মাঠে বীজ ধান গাছ তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছেন গলসির চাষি পরিবারের সদস্যরা।চাষি পরিবারের ছেলে সাইদুল এদিন দুপুরের দিকে মাঠে বীজ ধান ফেলতে। গিয়েছিল। বিকালের দিকে আকাশ কালো হয়ে গিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় ।সেই সময়ে সাইদুল মাঠ থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা হন ।অমরপুর গ্রাম নিবাসী পিন্টু মণ্ডল জানান ,বাড়ি ফেরার পথে বৃষ্টি বেড়ে যাওয়ায় সাইদুল অমরপুর এলাকাতেই মাঠের ধরে থাকা একটি প্রকাণ্ড গাছের নিচে দাঁড়িয়ে পড়েন ।
একই সময়ে পেশায় রাজমিস্ত্রী রাজা রুইদাস বাইকে চেপে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছিল। বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচতে বাইক থামিয়ে তিনিও ওই একই গাছের নিচে দাঁড়িয়ে যান। দু’জনে গাছের নিচে দাঁড়িয়ে থাকা কালীনই প্রচণ্ড শব্দে বাজ পড়ে ।সেই বজ্রপাতে জখম হয়ে দু’জনেই গাছের নিচে লুটিয়ে পড়েন। তা দেখে এলাকার সবাই দ্রুত তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান । কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজা রুইদাস ও শেখ সাইদুল দু’জনকেই মৃতবলে ঘোষনা করেন। মৃতদের পরিবার সদস্যরা এদিন বর্ধমান হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন ।।