এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৬ জুন : পাকিস্থানে পুলিশের মহিলা কনস্টেবলকে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ উঠল এক সহকর্মীর বিরুদ্ধে৷ শুধু তাই নয়, সেই দৃশ্য নিজের মোবাইলে ভিডিও রেকর্ড করে ধর্ষক । এরপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে সে নির্যাতিতা ব্লাকমেল করতে শুরু করে । ঘটনাটি ঘটেছে পাকিস্থানের মাদিয়ারি শহরের কাছে হালা থানা এলাকায় । যদিও নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে ইউসুফ বিলাল নামে অভিযুক্ত পুরুষ কনস্টেবলকে গ্রেফতার করেছে হালা পুলিশ।
জানা গেছে,সন্দেহভাজন এজ ব্যক্তির বিরুদ্ধে তদন্তে অছিলায় ওই মহিলা কনস্টেবলকে নিজের সরকারি কোয়ার্টারে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ইউসুফ বিলাল । কথামত মহিলা কনস্টেবল যেতেই ইউসুফ বিলাল তাকে এক কাপ চা পান করতে দেন । তবে চায়ে চেতনানাশক মেশানো হয়েছিল । ফলে চা পান করতেই মহিলা কনস্টেবল গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন । বেশ কিছুক্ষন পর তাঁর চেতনা ফিরতেই বুঝতে পারেন তিনি ধর্ষিতা হয়েছেন । এরপর বিলাল তাকে ধর্ষণের ভিডিও দেখিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার নামে ব্লাকমেল করতে শুরু করে । যদিও নির্যাতিতা বিলালের ব্লাকমেলে অতিষ্ট হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
প্রসঙ্গত,পাকিস্থানে অপহরণ,ধর্ষণ ও নারীর নির্যাতনের ঘটনা লাগাম ছাড়া হয়ে গেছে ৷ ক্রমবর্ধমান ধর্ষণের কারনে সম্প্রতি সিন্ধ প্রদেশের একাংশে জরুরি অবস্থা পর্যন্ত ঘোষণা করতে হয়েছে । পাকিস্তানের হিউম্যান রাইটস কমিশনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ১১ টি করে যৌন হয়রানির ঘটনা ঘটছে । বিগত ৬ বছরে (২০১৫-২১) ২২ হাজার ধর্ষণের ঘটনা পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে ।।