দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ জুন : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মোহনপুর গ্রামে জমিদখল ঘিরে শাসকদল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতরা হল নয়ন সামন্ত, সাগর দেবনাথ, বিশু মাজি, নারায়ণ রায়, কৃষ্ণগোপাল রায়, তপন রায় ও তাপস কুমার মণ্ডল । ধৃতদের মধ্যে নয়ন সামন্ত ভাতারের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডলের অনুগামী নেতা বলে এলাকায় পরিচিত বলে জানা গেছে । এদিকে সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী ।
ভাতারে তৃণমূলের বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারী গোষ্ঠীর অভিযোগ মোহনপুর গ্রামের বাসিন্দা এক বৃদ্ধা বিধবা মহিলার প্রায় ১৫ বিঘা পরিমান জমি দীর্ঘ দিন ধরে জবরদখল করে রেখেছে প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডলের অনুগামী বেশ কিছু লোকজন । সেই জমি পুনরুদ্ধার করতে গেলে সুভাষ মণ্ডলের অনুগামীরা তাঁদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ তুলেছেন বর্তমান বিধায়ক অনুগামীরা ।
জানা গেছে,ওই জমির দখলকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা চলছিল । তা থেকে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠীর লোকজন । সংঘর্ষে প্রায় ১২ জন আহত হয়। চারজনের আগাত গুরুতর । সংঘর্ষের ঘটনার পর চন্দন খাঁ নামে বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর অনুগামী এক নেতা নয়ন সামন্তসহ একাধিক দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতেই ৭ জনকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, বাকিদের সন্ধান চলছে ।।