এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৫ জুন : বাংলাদেশের নবনির্মিত পদ্মাসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ । এই উপলক্ষে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে সেতু সংলগ্ন মাওয়া সমাবেশস্থলে এসে পৌঁছান । তিনি উদ্বোধনী ফলক উন্মোচনের সাথে সাথেই বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অপরাপর অংশের যোগাযোগের দূয়ার খুলে যায় । ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মানের জন্য ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা অনুমোদন করেছে বাংলাদেশ সরকার । গত ২২ জুন সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ২১ জুন পর্যন্ত ব্যয় হয়েছে ২৭ হাজার ৭৩২ কোটি ৮ লাখ টাকা।
প্রসঙ্গত,পদ্মা সেতু নির্মাণের ফলে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলা সড়কপথে সরাসরি সংযুক্ত হয়ে যাবে । ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর প্রভূত উন্নতি হবে বলে আশা করছে সেদেশের মানুষ । যদিও সেতু চালুর কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া, শরীয়তপুরের মাঝিরকান্দি ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটের নৌযান মালিক-শ্রমিক ও হকারদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে । তবে শিমুলিয়া ঘাটের রেস্তোরাঁ ব্যবসায়ীরা এখন উজ্জীবিত । পদ্মা সেতুর কারণে ব্যবসা আরও বাড়বে বলে রেস্তোরাঁ ব্যবসায়ীরা মনে করছেন ।।