এইদিন ওয়েবডেস্ক,চাঁদিপুর(ওড়িশা),২৪ জুন : ভারতীয় নৌবাহিনীর জন্য স্বল্প পাল্লার সারফেস টু এয়ার মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) । শুক্রবার ওড়িশার চাঁদিপুরে ভারতীয় নৌবাহিনীর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলটি (VL-SRSAM) ।
ভিএল-এসআরএসএএম আদপে একটি জাহাজবাহিত ক্ষেপনাস্ত্র ব্যবস্থা । অল্প দূরত্বের মধ্যে সমুদ্রে ভাসমান অন্য কোনো জাহাজ বা আকাশ পথে নির্দিষ্ট লক্ষে নিখুঁত ভাবে আঘাত হানতে সক্ষম এই উচ্চ গতি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি । এদিন মিসাইল উৎক্ষেপণ ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর্যবেক্ষণ করা হয়েছিল ।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন, ‘ওড়িশার চাঁদিপুর উপকূলে স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ মিশাইল উৎক্ষেপণের জন্য ডিআরডিও, ভারতীয় নৌবাহিনী এবং নির্মানকারী সংস্থাকে অভিনন্দন । এই সাফল্যের ফলে আকাশপথে হুমকির বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীর জাহাজের প্রতিরক্ষা সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে ।’।