এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৪ জুন : একনাথ শিন্ডেকে বিধানসভার নেতা নির্বাচন করল শিবসেনার বিদ্রোহী বিধায়করা । গুয়াহাটির হোটেলে অনুষ্ঠিত এক বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের পাশাপাশি ভরত গোগাওয়ালেকে চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে । শিবসেনার লেটার প্যাডে এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল, আইনসভার সচিব এবং রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে । চিঠিতে ৩৭ জন বিধায়কের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে । উল্লেখ্য, এর আগের বৈঠকে ৩০ জন বিধায়কের স্বাক্ষর ছিল । পরে একনাথ শিন্ডে তাঁর সমর্থনে ৪২ জন বিধায়কের তালিকা প্রকাশ করেন । ওই তালিকায় ছিল একজন নির্দল বিধায়কদের নাম ।
একনাথ শিন্ডে তার চিঠিতে স্পষ্ট লিখেছেন যে তিনিই শিবসেনা আইনসভা দলের প্রকৃত নেতা। শিন্দের একটি ভিডিওও সামনে এসেছে, যেখানে তিনি বলেছেন যে একটি জাতীয় দল তাকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত। একইসঙ্গে বিধানসভার বৈঠকে অনুপস্থিতির কারণে শিবসেনার ১২ জন বিধায়কের বিধায়ক পদ বাতিলের দাবি জানিয়েছে শিবসেনা ।
অন্যদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মাতোশ্রীতে একটি বৈঠক ডেকেছেন । উদ্ধব ও তাঁর ছেলে আদিত্য ঠাকরের সমর্থনে মুম্বাইয়ের ওরলি এলাকায় পোস্টার লাগানো হয়েছে । এখন শেষ পর্যন্ত শিবসেনার আভ্যন্তরীণ কোন্দল কোন দিকে মোড় নেয় সেটাই দেখার ।।