এইদিন ওয়েবডেস্ক,২৩ জুন : ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ (Jens Stoltenberg) বুধবার (২২ জুন ২০২২ ) একটি বক্তৃতার সময় আসন্ন মাদ্রিদ শীর্ষ সম্মেলনের জন্য তার অগ্রাধিকার নির্ধারণ করেছেন। পলিটিকো আয়োজিত একটি ইভেন্টে বক্তৃতা করতে গিয়ে মিঃ স্টলটেনবার্গ বলেছেন: “আমরা আমাদের জোটকে শক্তিশালী করতে এবং এই বিপজ্জনক বিশ্বে সংগঠনকে সক্রিয় রাখতে কিছু সিদ্ধান্ত নেব ।’ ন্যাটো সদস্যপদের জন্য সুইডেন এবং ফিনল্যান্ডের আবেদনের সিদ্ধান্তের বিষয়ে, মিঃ স্টলটেনবার্গ বলেছেন,’আমরা এখন ফিনল্যান্ড এবং সুইডেন উভয়েরই যোগদান প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপগুলিতে সক্রিয়ভাবে কাজ করছি ।’
ন্যাটোর ওয়েবসাইটে মহাসচিবের বক্তব্যটি প্রকাশ করা হয়েছে । মহাসচিব ব্যাখ্যা করেন, ‘ন্যাটোর প্রতিরক্ষা আরও শক্তিশালী করা হবে। কৌশলগত অবস্থানে থেকে ইউক্রেন ও অন্যান্য অংশীদারদের প্রতি সমর্থন জোরদার করা হবে।’তিনি সুইডেন ও ফিনল্যান্ডের সদস্য পদের পক্ষে জোরালো সওয়াল করেন । সেই সঙ্গে তিনি বলেন, তুরস্কের উদ্বেগগুলোরও সমাধান করা হবে ।’ ন্যাটোর ওয়েবসাইটে মহাসচিবের বক্তব্যটি প্রকাশ করা হয়েছে।
স্টলটেনবার্গ বলেন,’আমরা এখন ফিনল্যান্ড এবং সুইডেন উভয়েরই যোগদান প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি । পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইসহ তুরস্কের নিরাপত্তার উদ্বেগগুলোর সমাধান করছি। এই দেশ দুটি যত তাড়াতাড়ি সম্ভব জোটে যোগ দিতে পারে সেটাই এখন আমার লক্ষ্য হল ।’
ন্যাটো প্রধান বলেন, মাদ্রিদে মিত্ররা প্রতিরক্ষা খাতে জিডিপির কমপক্ষে দুই শতাংশ ব্যয় করার জন্য ২০১৪ সালে করা প্রতিশ্রুতির নবিকরণ করবে । আমাদের আরও বিনিয়োগ করতে হবে ।’ তবে নিরাপত্তার জন্য অন্যান্য চ্যালেঞ্জ ভুলে যাওয়া উচিত হবে না বলে তিনি মনে করেন ।
ন্যাটো মহাসচিব বলেন,’গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। মস্কো এবং বেইজিং খোলাখুলিভাবে নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতিদ্বন্দ্বিতা করছে। সন্ত্রাস ও পারমাণবিক বিস্তার অব্যাহত রয়েছে। সাইবার-আক্রমণ এবং জলবায়ু বিঘ্নিত হচ্ছে। এ সবই আমাদের নিরাপত্তা প্রভাবিত করছে। জোটকে নতুন বাস্তবতা মানিয়ে নিতে হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা মিত্র অঞ্চলের প্রতিটি ইঞ্চি যাতে রক্ষা করতে পারি তা নিশ্চিত করতে আমরা আরও কিছু করব। সব সময় এবং যেকোনো হুমকির বিরুদ্ধে আমরা লড়ব। আমরা ন্যাটো বাহিনীর কাঠামোকে মানিয়ে নেব। নির্দিষ্ট মিত্রদের রক্ষার জন্য আমাদের পূর্ব নির্ধারিত বাহিনী থাকবে । যাতে আমরা প্রয়োজনে নিজেদের আরও দ্রুত শক্তিশালী করতে পারি ।’।