দিব্যেন্দু রায়,গুসকরা(পূর্ব বর্ধমান),২২ জুন : উচ্চ মাধ্যমিকে পাশ করার বিষয়ে এক প্রকার নিশ্চিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার গুসকরা কলেজ মোড়ের বাসিন্দা রাজিয়া খাতুন(১৮) নামে এক ছাত্রী । বর্ধমান শহরের কোন কলেজে ভর্তি হবে সেটাও ঠিক করে ফেলেছিলেন সে । কিন্তু তাঁর সেই স্বপ্নপূরণ হল না । কারন ফল প্রকাশ হওয়ার পর দেখা যায় ইংরেজিসহ দুটি বিষয়ে পাশ করতে পারেনি রাজিয়া । পরে অকৃতকার্য হওয়া অনান্য পরীক্ষার্থীদের সঙ্গে পাসের দাবিতে সে আন্দোলনও করেছিল । কিন্তু অকৃতকার্য হওয়ার হতশায় শেষ পর্যন্ত গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ওই ছাত্রী । বুধবার বাড়ির একটি ঘরে নিজের ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে গুসকরা ফাঁড়ির পুলিশ। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
জানা গেছে,গুসকরা কলেজ মোড় এলাকার বাসিন্দা রাজিয়া খাতুনরা দু’ভাইবোন । সে বড় । গুসকরা বালিকা বিদ্যালয় থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল রাজিয়া । রাজিয়া মা রাজেমা বিবি বলেন, ‘ উচ্চ মাধ্যমিকে পাশ করার বিষয়ে আশাবাদী ছিল আমার মেয়ে । কিন্তু ফল ঘোষণার পর যখন জানা যায় মেয়ে দুই বিষয়ে পাশ করতে পারেনি তখন থেকেই সে খুব ভেঙে পড়েছিল । পাশের দাবিতে অন্যান্যদের সঙ্গে আন্দোলনও করেছিল । কিন্তু আমার মেয়ে এই সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেলবে স্বপ্নেও কল্পনা করিনি ।’
জানা গেছে,প্রতিদিনের মত এদিন সকালেও নিজের কাজে বেড়িয়ে যান রাজিয়ার বাবা মুজিবুর শেখ । রাজিয়ার মা ও ভাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন । সেই ফাঁকে শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় রাজিয়া । পরিবারের লোকজনের যখন নজরে পড়ে তখন সব শেষ । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও পরিজন ।।