• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বর্ধমানের ছাত্র আবিরের আবিস্কার করা যন্ত্র হাতে থাকলেই শত্রুকে শায়েস্তা করে দিতে পারবেন দেশের মহিলারা

Eidin by Eidin
June 22, 2022
in রকমারি খবর
বর্ধমানের ছাত্র আবিরের আবিস্কার করা যন্ত্র হাতে থাকলেই শত্রুকে শায়েস্তা করে দিতে পারবেন দেশের মহিলারা
আবির ঘোষ ও তাঁর আবিষ্কৃত যন্ত্র ।
8
SHARES
115
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২২ জুন : মহিলাদের সুরক্ষার জন্য কড়া আইন প্রণয়ন করেছে সরকার।পাশাপাশি তৈরি করা হয়েছে বিশেষ বাহিনীও।কিন্তু এত কিছুর পরেও সুরক্ষার ব্যাপারে মহিলারা আজও যেন উদ্বেগের মধ্যেই থাকেন। এই বিষয়টি মাথায় রেখে মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ ধরনের যন্ত্র বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন পূর্ব বর্ধমানের বড়শুলের যুবক আবির ঘোষ । ওই যন্ত্র আবিস্কার করেই আবির ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তাঁর নাম তুলে নিয়েছে।সারা দেশের মধ্যে আবিরের উদ্ভাবন করা মহিলা সুরক্ষার যন্ত্রটি-ই বিচারকরাও বাছাই করে নিয়েছেন।এমনকি অভিনব উদ্ভাবনের জন্য বিজ্ঞান ক্ষেত্রে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৩ এর স্বীকৃতিও আবির পেয়ে গিয়েছে। বর্ধমান ২ ব্লকের বড়শুল নিবাসী আবির ঘোষ দুর্গাপুর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে বি-টেকের প্রথম বর্ষের ছাত্র।
আবির জানিয়েছেন,কয়েক বছর আগে দেশের রাজধানী শহর দিল্লিতে এক মহিলার উপর হওয়া নির্যাতনের খবর তিনি সংবাদ পত্রে পড়েছিলেন। সেই খবর পড়ার পরেই তিনি মহিলাদের সুরক্ষায় বিশেষ যন্ত্র বানানোর ব্যাপারে মনস্থির করেন।তারপর বিজ্ঞান ভাবনাকে কাজে লাগিয়ে তিনি যন্ত্রটি তৈরির কাজ শুরু করেন। আবির বলেন ,এক চান্সেই তিনি যন্ত্রটি তৈরি করে ফেলতে পারেন নি । ভুলত্রুটির জন্য সমস্যা তৈরি হওয়ায় যন্ত্রটি তৈরির কাজ অনেকবারই মাঝপথে থমকে যায়। এছাড়াও সফটওয়্যারের কাজ জানা না থাকায় তাঁকে নানা অসুবিধারও সম্মুখীন হতে হয় ।শেষমেষ ২০২২ সালে সফল ভাবে যন্ত্রটি তৈরির কাজ সম্পূর্ণ করতে পারেন । তারপর তিনি মহিলা সুরক্ষায় তাঁর বিশেষ যন্ত্র আবিস্কারের বিষয়টি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের জন্য পাঠান। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তাঁর আবিস্কারকে স্বীকৃতি দেয় । ’ইনভেটিভ ওমেন সেফটি ব্যান্ড ডিভাইস ডিজাইন বাই এ টিন’ বিভাগে সারা দেশের মধ্যে তাঁর তৈরি যন্ত্রটি বাছাই করে নেওয়া হয়েছে বলে আবির ঘোষ জানিয়েছেন ।
কিন্তু যন্ত্রটির কি বিশেষত্ত্ব আছে ? নিজেদের
সুরক্ষায় মহিলারা যন্ত্রটি কি ভাবে কাজে লাগাবেন ? এই প্রশ্নের উত্তরে আবির ঘোষ দাবী করেছেন, নিজেদের সুরক্ষার জন্যে তাঁর আবিস্কার করা যন্ত্রটি মহিলারা সহজেই হাতে পড়ে নিয়ে বাইরে বের হতে পারবেন । যে কোন ধরণের আপদকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য ওই যন্ত্রে রয়েছে নয় ধরণের ব্যবস্থা রাখা আছে । বিপদে পড়লে ওই যন্ত্রটির মাধ্যমে মহিলারা স্থানীয় প্রশাসনের কাছে এস এম এসের মাধ্যমে সংকেতবার্তা পৌঁছে দিতে পারবেন। সঙ্গে সঙ্গে পুলিশ যদি ডিভাইসটিতে ৭৭৭ এসএমএস করে তাহলে ডিভাইসটি একটি জিপিএস লোকেশন পুলিশের মোবাইলে পাঠিয়ে দেবে। পুলিশ ওটি ক্লিক করার সাথে সাথে ’গুগল ম্যাপ’ এর মাধ্যমে দেখতে পারবে মেয়েটির অবস্থান। সেটাই পুলিশকে সাহায্য করবে ওই মহিলাকে খুঁজে পেতে ।পাশাপাশি, যন্ত্রটিতে রয়েছে শত্রুকে প্রায় ২০০০ ভোল্টের ইলেকট্রিক শক দেওয়ার ক্ষমতা।যা আততায়ীকে পরাস্ত করতে ভীষণ ভাবে কার্যকরী হবে।এছাড়া, যন্ত্রটিতে রয়েছে লেজার লাইট, ক্যামেরা ও অটোমেটিক কলিংয়ের সুবিধা।
কোন অন্ধকার জায়গায় যদি মহিলা বিপদে পড়ে থাকেন তাহলে যন্ত্রে থাকা লেজার লাইটের মাধ্যমে তিনি কাছে পিঠে থাকা ব্যক্তিকে ডাকতেও পারবেন।কোন বদমাশ ছেলে যদি হাতে যন্ত্র থাকা মহিলাকে টাচ করে বিরক্ত করতে থাকেন তখন যন্ত্রে থাকা ’হাই ফ্লাসলাইটটি’ তিনি ব্যবহার করতে পারবেন।হাই ফ্লাসলাইট যখন ওই বদমাশ ছেলের চোখে পড়বে তখন ওই ছেলেটি ৩০ সেকেন্ড আর কিছুই দেখতে পারবে না।সেই সূযোগে মহিলা ওই জায়গা থেকে পালিয়ে যেতে পারবেন। যন্ত্রের কার্যকারিতা আরও অনেক রয়েছে বলে আবির জানান। তিনি বলেন, বিপদজনক পরিস্থিতিতে পড়লে মহিলারা ওই যন্ত্রের সাহায্যেই নির্দিষ্ট নম্বরে ফোন করে তাঁর বিপদের কথা পরিবারকে ও পুলিশকে জানাতে পারবেন ।
এইসব কিছু ছাড়াও যন্ত্রটিতে থাকা ’জি পি এস’ সিস্টেমের মাধ্যমে বিপদগ্রস্ত মহিলার সঠিক অবস্থানের কথাও পুলিশ জানতে পারবে।মহিলার বাবা, মা যখন তাঁদের মেয়েকে নিয়ে চিন্তায় থাকবেন তখন তাঁরা এসএমএস পাবেন। তা ছাড়াও ওই মহিলার বাবা-মা ডিভাইসটিতে কল করে তাদের মেয়ের সাথে কি হচ্ছে সেটাও শুনতে পারবেন। পাশাপাশি পুলিশও পারবে মহিলার সঙ্গে কি হচ্ছে সেটা শুনতে।এইসব ছাড়াও,যন্ত্রটিতে থাকা ক্যামেরার কার্যকারিতাও যথেষ্ট রয়েছে বলে আবির জানান। তিনি দাবী করেন, কোন বদমাশ ছেলে যদি হাতে যন্ত্র থাকা মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে তখনই সবকিছুর ভিডিও রেকর্ডিং অটোমেটিক সার্ট হয়ে যাবে মহিলার সঙ্গে হওয়া দুর্ব্যবহারের সমস্ত তথ্য তিনি যাতে পুলিশকে দিতে পারে তার জন্যেই তিনি তাঁর আবিস্কৃত যন্ত্রে ক্যামেরা লাগিয়েছেন ।মহিলারা নিজেদের সুরক্ষার জন্য তাঁর আবিস্কৃত একই যন্ত্রে এত কিছু কার্যকারিতা পাবেন বলে ছাত্র আবির ঘোষ জানিয়েছেন ।
মহিলাদের সুরক্ষায় বর্ধমানের ইঞ্জিনিয়ারিং ছাত্রের আবিস্কার করা এমন যন্ত্রের বিষয়টি জেলার মহিলা মহলেও যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে। যন্ত্রটির বিষয়ে জেলা পুলিশের কর্তারাও খোঁজ খবর নেওয়া শুরু করেছেন । দেশের মহিলাদের সুরক্ষায় তাঁর বিধানসভা এলাকার ছাত্র আবির যন্ত্র আবিস্কার করছে জেনে যারপরনাই খুশি বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক। তিনি আবিরের ভূয়সী প্রশংসাও করেছেন ।।

Previous Post

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত নুন্যতম ২৫০

Next Post

অভিযুক্ত স্বামীসহ ধৃতদের সকলের যাবৎজীবন কারাদণ্ড চান রেণু খাতুন

Next Post
অভিযুক্ত স্বামীসহ ধৃতদের সকলের যাবৎজীবন কারাদণ্ড চান রেণু খাতুন

অভিযুক্ত স্বামীসহ ধৃতদের সকলের যাবৎজীবন কারাদণ্ড চান রেণু খাতুন

No Result
View All Result

Recent Posts

  • বক্স অফিস তোলপাড় করছে “ধুরন্ধর”, ১৫ তম দিনেও আয় করেছে ২৩ কোটি টাকা  
  • ‘অপারেশন সিন্দুর’-এর সময় পাকিস্তানের পক্ষ নেওয়া তুরস্কের বিরুদ্ধে পদক্ষেপ নিল মোদী সরকার  
  • ‘ভারতীয় ক্রিকেট খুবই অদ্ভুত’ : উথাপ্পা বললেন গিল এবং জিতেশের জন্য তার দুঃখ লাগছে 
  • ফের পরকীয়ার বলি স্বামী, প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে খুন করে দেহ গ্রাইন্ডারে পিষে ড্রেনে ফেলে দিল ঘাতক স্ত্রী 
  • হামাস সন্ত্রাসীরা যাতে পালাতে না পারে সেজন্য কারাগারের চারদিকে পরিখা খনন করে কুমির ছেড়ে দেবে ইসরাইল
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.