প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২২ জুন : বিজেপি নেতাদের আনা অভিযোগ ধোপে টিকলো না।মঙ্গলবার বর্ধমানে এসে পশ্চিমবঙ্গ সরকারকে দরাজ সার্টিফিকেট দিলেন জাতীয় তফশিলী জাতি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার । তিনি এদিন স্পষ্ট জানিয়ে দিয়ে গেলেন, ‘তপশিলীদের বসবাসের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হল গোটা দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রাজ্য । তবুও অনান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে তপশিলীদের উপর আক্রমণের সংখ্যা অনেক কম ।সেই নিরিখে তামিলনাড়ু প্রথম স্থানে রয়েছে“।জাতীয় তফশিলী জাতি কমিশনের ভাইস চেয়ারম্যান এমন দরাজ সার্টিফিকেট দেওয়ার উৎফুল্ল শাসক শিবির ।
জাতীয় তফশিলী জাতি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার এদিন বিকালে বর্ধমান উন্নয়ন ভবনে দুটি বৈঠক করেন । বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অরুণ হালদার বলেন,বিজেপির তরফে কমিশনে অভিযোগ করা হয় যে বিধানসভা নির্বাচনের এই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসায় আক্রান্ত হচ্ছেন তফশিলী জাতির মানুষজন ।এই সংক্রান্ত ২০৬৩ টি অভিযোগ কমিশনে জমা পড়ে ।কিন্তু অভিযোগ গুলি খতিয়ে দেখা যায় ,সেই অভিযোগের বেশিরভাগই হল রাজনৈতিক।জাতীগত কারণে তফশিলীরা আক্রান্ত হয়েছে এমন মাত্র মাত্র শ-খানেক অভিযোগ সঠিক ছিল।তদন্তে এও দেখা গিয়েছে ,তপশিলীদের বসবাসের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বৃহত্তম রাজ্য হলেও এখানে তাঁদের উপর আক্রমণের সংখ্যা অনেক কম। সেই নিরিখে তামিলনাড়ু প্রথম স্থানে রয়েছে ।
তৃণমূল কংগ্রেসের রাজ্যের মখপত্র দেবু টুডু এই প্রসঙ্গে বলেন , ধর্ম , জাত পাত এইসব নিয়ে রাজনীতি বিজেপি করে ।তাই বিজেপি শাসিত রাজ্য গুলিতে সব থেকে বেশী হিংসা ও অত্যাচারের শিকার সংখ্যালঘু ও তপশিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষজন। বাংলায় এইসব হয় না , কারণ বাংলার সরকার এইসবকে প্রশ্রয় দেয় না । তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপি যে শুধু মিথ্য অভিযোগ করে তা বারে বারে প্রমাণ হয়ে যাচ্ছে । এদিন জাতীয় তফশিলী জাতি কমিশনের ভাইস চেয়ারম্যানের বক্তব্যে সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল ।।