এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২১ জুন : প্রথমে ফারুক আবদুল্লাহ,এরপর মহাত্মা গান্ধীর নাতি গোপাল কৃষ্ণ গান্ধী একের পর এক ব্যক্তিত্ব রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী হতে অস্বীকার করেছেন । ফলে এখন প্রার্থী খুঁজতে গিয়ে চরম বিপাকে পড়েছে বিজেপি বিরোধী দলগুলি ৷ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধী ফ্রন্ট গঠনের প্রচেষ্টাতেও জোর ধাক্কা লেগেছে ।
গত ১৫ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি বৈঠকে বসেছিল বিজেপি বিরোধী দলগুলি । কংগ্রেস,তৃণমূল, শিবসেনাসহ মোট ১৬ টি দল এই বৈঠকে অংশ নিয়েছিল । তবে আম আদমি পার্টি, আকালি দল, টিআরএস, বিজেডি, এবং এ আইএমআইএম অংশ নেয়নি । বৈঠকে ফারুক আবদুল্লাহ এবং গোপাল গান্ধীর নাম বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে প্রস্তাব করা হয় । এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফারুক আবদুল্লাহর নাম প্রস্তাব করেছিলেন ।
কিন্তু পরে ফারুক আবদুল্লাহ একটি বিবৃতি জারি করে বলেছিলেন,’আমি ভারতের রাষ্ট্রপতির পদের জন্য সম্ভাব্য যৌথ বিরোধী প্রার্থী হিসাবে প্রস্তাবিত আমার নাম প্রত্যাহার করছি । বর্তমানে জম্মু ও কাশ্মীর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে । এই সময়ে এখানে আমার থাকা প্রয়োজন ।’ পাশাপাশি তিনি রাষ্ট্রপতি পদে তাঁর নাম প্রস্তাব করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিরোধী দলের নেতাদের ধন্যবাদ জানান ।
ফারুক আবদুল্লার পর এবার ৭৭ বর্ষীয় গোপাল কৃষ্ণ গান্ধীও রাষ্ট্রপতি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন । একটি বিবৃতি জারি করে তিনি বলেছেন, ‘ইউনাইটেড বিরোধী দলের পক্ষ থেকে আমার নাম প্রস্তাব করার জন্য আমি কৃতজ্ঞ । আমি বিরোধীদের অন্য কোনো নাম বিবেচনা করার আহ্বান জানাবো, যিনি আমার চেয়ে ভালো রাষ্ট্রপতি প্রমাণিত হতে পারেন ।’ প্রসঙ্গত,এর আগে ২০১৭ সালে বিরোধীরা তাঁকে ভেঙ্কাইয়া নাইডুর বিরুদ্ধে উপরাষ্ট্রপতি প্রার্থী করেছিল । যদিও তারা পরাজিত হয়েছিল ।
উল্লেখ্য,রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার দিন ২৯ জুন । ১৮ জুলাই ভোটগ্রহণ হবে । ফল ঘোষণা করা হবে ২১শে জুলাই । বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ চলতি বছরের ২৪ জুলাই শেষ হবে । এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে গিয়ে বিপাকে পড়েছে বিজেপি বিরোধী দলগুলি । উঠে আসছে এসপির মুলায়ম সিং যাদব, আরজেডি প্রধান লালু যাদব, এন কে প্রেমাচন্দ্রন, কেরালার সাংসদ যশবন্ত সিনহাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের নাম । এনিয়ে বিরোধী দলগুলি মঙ্গলবার ফের বৈঠকে বসতে চলেছে । বৈঠকটি ডাকছেন শরদ পাওয়ার । তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেবেন না । তাঁর জায়গায় তাঁর ভাইপো অভিষেক ব্যানার্জিকে পাঠাবেন । অনান্য বিরোধী দলগুলি মমতার নেতৃত্ব মানতে রাজি নয় । তাই তিনি এই বৈঠক থেকে নিজেকে দূরে থাকতে চাইছেন বলে সুত্রের খবর ।।