এইদিন ওয়েবডেস্ক,২১ জুন : ইউক্রেনীয় শিশু শরণার্থীদের সাহায্যার্থে নিজের নোবেল শান্তি পুরস্কারটি নিলাম করলেন রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাটভের(Dmitry Muratov) । সোমবার রাতে নোবেল পুরষ্কারটি ১০৩.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, যা নোবেলের জন্য পুরানো রেকর্ড ভেঙে দিয়েছে । তবে ক্রেতার নাম নিশ্চিত করে কিছু জানাতে পারেনি নোবেল বিক্রয়কারী সংস্থা হেরিটেজ অকশন । শুধু বলা হয়েছে নিলামের অর্থ সুইস ফ্রাঙ্কে মেটানো হয়েছে,এতে প্রমানিত ক্রেতা একজন বিদেশী । নিলামের পর মুরাটভ একটি সাক্ষাত্কারে বলেছিলেন,’আমি আশা করছিলাম যে ভালো পরিমাণে অর্থ সংগ্রহ হবে, কিন্তু এত বিশাল পরিমাণ হবে বলে আমি আশা করিনি ।’
উল্লেখ্য, গত বছর ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন দিমিত্রি মুরাটভ । হয়রানি, মৃত্যুহুমকি সত্ত্বেও নিজ নিজ দেশে বাকস্বাধীনতা রক্ষার লড়াইয়ের জন্য তাঁদের নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছিল ।।