এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),২০ জুন : অনিয়মের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিল মালদা মানিকচকবাসী । মানিকচক বাসস্ট্যান্ড থেকে মানিকচকের ভাগিরথীর ঘাট যাওয়ার জন্য প্রায় আড়াই কিলোমিটার পর্যন্ত একটি রাস্তা রয়েছে । ঝাড়খণ্ডের সঙ্গে নদীপথে পন্য আদানপ্রদান মূলত ওই রাস্তা দিয়েই হয় । স্থানীয়রা জানান,ওই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।প্রত্যেক দিন কয়েক’শ পন্যবাহী গাড়ি যাতায়ত করে ওই রাস্তা দিয়ে । যাতায়ত করে দু’রাজ্যের বহু মানুষও । কিন্তু এত ব্যস্ত রাস্তা হওয়া সত্ত্বেও রাস্তাটি খুবই সংকীর্ণ । তাই নিত্যদিনই ছোটখাটো দূর্ঘটনা লেগেই আছে ।
জানা গেছে,সম্প্রতি ওই রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হয়েছে । কিন্তু রাস্তাটি যে পরিমান চওড়া ছিল তার থেকে কম চওড়া করে সংস্কারের কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা । গত মে মাসে এনিয়ে মানিকচকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা । কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷
জানা গেছে,সোমবার সকালে ঠিকাদার সংস্থা কাজ শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে কাজ আটকে দেয় । রাস্তা সংকীর্ণ করার পাশাপাশি নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলে এলাকার বাসিন্দারা । ঘটনা ঘিরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে । এই প্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল বলেন, ‘অভিযোগ আগেও উঠেছিল । স্থানীয়দের দাবির বিষয়টি জেলা প্রশাসন ও পূর্ত দপ্তর খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে । সরকারি নিয়ম মেনে যাতে রাস্তা হয় সেদিকে আমরা নজর রাখছি ।’।