এইদিন ওয়েবডেস্ক, নয়া দিল্লি,২০ জুন : কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ প্রকল্প”-এর বিরুদ্ধে বিক্ষিপ্ত বিক্ষোভের মধ্যে, কিছু সংগঠন আজ ভারতে বন্ধ ঘোষণা করেছে । ভারত বন্ধের পর রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং সরকারি রেলওয়ে পুলিশ (GRP) হাই অ্যালার্টে রয়েছে। আর পি এফের তরফ থেকে একটি বিবৃতি জারি করে দাঙ্গাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আদেশে আরও বলা হয়েছে যে দাঙ্গাবাজ যুবকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রজু করা হবে ।
প্রসঙ্গত,কেন্দ্র সরকার অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকেই দেশের একাধিক প্রান্তের যুবকরা প্রতিবাদে সরব হচ্ছেন । তারা প্রকল্প প্রত্যাহারের দাবি জানাচ্ছেন । তবে রবিবার এক সাংবাদিক সম্মেলনে করে সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করা হবে না । সেই কারনে এই প্রকল্প প্রত্যাহারের দাবিতে কিছু সংগঠন আজ ভারতে বন্ধ ঘোষণা করেছে । বিগত কয়েকদিন ধরে দেশ জুড়ে, বিশেষ করে বিহারে প্রতিবাদের নামে হিংসার ঘটনা ঘটায় পুলিশ বাহিনী, আরপিএফ এবং জিআরপিকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । মোবাইল ফোন, ভিডিও রেকর্ডিং ডিভাইস এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের চিহ্নিতকরণের নির্দেশ দেওয়া হয়েছে ।
এদিকে বন্ধের কারনে আজ বিহারের কৈমুর, ভোজপুর, বক্সার, ঔরঙ্গাবাদ, রোহতাস, পূর্ব চম্পারন, পশ্চিম চম্পারন, পশ্চিম চম্পারন, সমষ্টিপুর, নওয়াদা, বেগুসরাই, লক্ষীসরাই, সরণ, বৈশালী, মুজাফফরপুর, দারভাঙ্গা, মধুবনী, দারভাঙ্গা, মধুবনিসহ প্রায় ২০টি জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে । এছাড়া পাঞ্জাবের সমস্ত সংবেদনশীল স্থানে এবং কেন্দ্রীয় সরকারি অফিসের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে । কেরালা সরকার জানিয়েছে সরকারী সম্পত্তির ক্ষতি বা হিংসার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।পাশাপাশি আদালত, পাওয়ার অফিস, পরিবহন,কর্পোরেশন, ব্যক্তিগত বাস এবং সরকারি অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কেরালা সরকার ।।