এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,০৮ জানুয়ারী : দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে পঞ্চায়েত সদস্যসহ ৩ জনের মৃত্যু হল পূর্ব বর্ধমানের আউশগ্রামে । বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে আউশগ্রামের মোরবাঁধ রোডে ভূয়েরা বটতলায় । এই দুর্ঘটনায় ছোড়া কলোনির বাসিন্দা রিজু বালা নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । লালু পোদ্দার(৩০) ও সঞ্জীব আচার্য (২৮) ও সোমনাথ বালা নামে তিন যুবক গুরুতর জখম হন । আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার হয়েছিল । কিন্তু রাতের দিকে আউশ্রগ্রামের বাসিন্দা লালু ও সঞ্জীব মারা যান । সোমনাথ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । জানা গেছে, মৃতদের মধ্যে লালু পোদ্দার আউশগ্রাম পঞ্চায়েতের সদস্য । মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লালুকে বাইকে চাপিয়ে মোরবাঁধ থেকে বাড়ি ফিরছিলেন সঞ্জীব আচার্য । অপরদিকে ছোড়া কলোনির বাসিন্দা রিজু ও সোমনাথ বননবগ্রাম হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন ৷ ভুয়েরা বটতলায় রাস্তার একটি বাঁক রয়েছে । সেখানে আসতেই দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় । চারজনেই ছিটকে পড়েন । সকলেই গুরুতর জখম হন । ঘটনাস্থলেই মৃত্যু হয় রিজু বালার । স্থানীয়দের কাছ থেকে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় । কিন্তু হাসপাতালে ভর্তি করার কয়েকঘন্টার মধ্যেই আরও দু’জনের মৃত্যু হয় ।
এদিন বিকেল নাগাদ মৃতদেহগুলির ময়নাতদন্তের পর গ্রামে আনতেই লোকজন মৃতদের বাড়িতে ভিড় জমান। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম ।।