এইদিন ওয়েবডেস্ক,গান্ধীনগর,১৮ জুন : মাতৃ বন্দনার মধ্য দিয়ে মায়ের ১০০ তম জন্মদিন পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রীর মা হীরাবেন ১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন । আজ শনিবার তিনি শতবর্ষে পদার্পন করলেন । তাই সকালে গান্ধীনগরে বাড়িতে চলে যান প্রধানমন্ত্রী । মায়ের মা ধুয়ে আশীর্বাদ নেন । এছাড়া প্রধানমন্ত্রীর মায়ের জন্মদিন উপলক্ষে রয়েছে একাধিক অনুষ্ঠান। ভাদনগরে প্রধানমন্ত্রীর পৈতৃক ভিটেয় এই উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রার্থনা করা হবে ।
রাইসান এলাকার ৮০ মিটার দীর্ঘ রাস্তাটির নাম পরিবর্তন করে রাখা হবে পূজ্য হীরাবা মার্গ । বিশেষ এই দিনে জগন্নাথ মন্দিরে ভান্ডারেরও পরিকল্পনা করেছে পরিবারের । জানা গেছে,গান্ধীনগর থেকে পাভাগড়ের কালী মন্দিরে প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি হেরিটেজ ফরেস্টে যাত্রা করবেন। বিকেলে ভাদোদরায় গুজরাট গৌরব অভিযানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই সময়ে, তিনি ১৬ হাজার কোটিরও বেশি মূল্যের রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি আজ গুজরাট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মুখ্যমন্ত্রী মাতৃশক্তি যোজনা চালু করবেন ।
উল্লেখ্য,দীর্ঘ পাঁচ শতাব্দী পর আজ পাভাগড়ের কালী মন্দিরে পতাকাও উত্তোলন হতে চলেছে নরেন্দ্র মোদীর হাত দিয়ে । পাহাড়ে অবস্থিত কালীমাতা মন্দিরটি সম্প্রতি বহু কোটি টাকা ব্যায় করে সংস্কারের কাজ হয়েছে । প্রায় আড়াইশ সিঁড়ি চড়ে মন্দিরে যেতে হয় পূণ্যার্থীদের । তবে ভক্তদের জন্য রোপওয়েরও ব্যবস্থা রয়েছে ।।