প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭ জুন : কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ।সেই বিক্ষোভের আঁচ এবার পড়লো পূর্ব বর্ধমান জেলার রেলপথেও।আন্দোলন ও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে বর্ধমান স্টেশন থেকেই বাতিল করে দেওয়া হল আপ পূর্বা এক্সপ্রেস ও হাওড়া-লালকুঁয়া এক্সপ্রেস। এই দুটি ট্রেন বর্ধমান স্টেশন থেকেই হাওড়ায় ফেরৎ পাঠিয়ে দেওয়া হয় । রেলের এমন সিদ্ধান্তে চরম হয়রানির মুখে পড়েন যাত্রীরা। গন্তব্যে পৌছাতে না পেরে যাত্রীদের অনেকে ট্রেনের ভিতর কান্নাকাটি শুরু করে দেন ।
বর্ধমান স্টেশন সূত্রে জানা গিয়েছে,এদিন সকাল ১০ টা নাগাদ আপ পূর্বা ও লালকুঁয়া এক্সপ্রেস ট্রেন বর্ধমান স্টেশনে ঢোকার কথা থাকে । কিন্তু হাওড়া ছাড়ার পর থেকে বিভিন্ন স্টেশনে ট্রেনগুলিকে ১৫-২০ মিনিট ধরে আটকে রাখা হচ্ছিল। বর্ধমান হাওড়া কর্ড শাখার মশাগ্রাম স্টেশনেও ট্রেন দু’টিকে দু’আড়াই ঘন্টা আটকে রাখা হয়। পূর্বা বর্ধমানে ঢোকে দুপুর আড়াইটা নাগাদ। আর হাওড়া লালকুঁয়া এক্সপ্রেস বর্ধমানে ঢোকে বিকাল চারটে নাগাদ। বর্ধমানেও দু’টি ট্রেন ঘন্টাখানেক স্টেশনে দাঁড়িয়ে থাকে। তারপর ফের হাওড়ার দিকে ট্রেন দু’টি ফিরিয়ে দেওয়া হয় ।
বর্ধমান স্টেশনের ইয়ার্ড ম্যানেজার স্বপন অধিকারী বলেন, “বিভিন্ন জায়গায় রেললাইনে বিক্ষোভ চলছে। সে জন্য দু’টি এক্সপ্রেস ট্রেনকে বর্ধমান থেকে হাওড়ায় ফেরত পাঠানো হয়েছে। ওই দু’টি ট্রেন বর্ধমানে ঘন্টাখানেক দাঁড়িয়ে ছিল।“ সন্ধ্যায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’
টিকিট কেটে ট্রেনে চড়েও গন্তব্যে যেতে না পারা যাত্রীরা ট্রেন ভাড়ার টাকা কি ফেরৎ পাবেন ? এই বিষয়টি জানতে এদিন বর্ধমান স্টেশনের ’অনুসন্ধান’ কাউন্টারে ভিড় উপচে পড়ে। এই বিষয়ে রেলের এক কমার্শিয়াল ম্যানেজার জানান, “স্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে থাকলে, সেখান থেকে পুরো টাকা যাত্রীরা ফেরত পাবেন। আর অনলাইনে যে সংস্থার মাধ্যমে কাটা হয়েছে, তাঁদের কাছে টাকা ফেরত চলে যাবে। এ নিয়ে যাত্রীদের ক চিন্তার কোনও কারণ নেই।’।