এইদিন ওয়েবডেস্ক,১৭ জুন : ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য ভলোদিমির জেলেনস্কির অনড় মনোভাবের কারনেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সূচনা । যুদ্ধের ফলাফলের নিরিখে কিছুটা হলেও ব্যাকফুটে ইউক্রেন । এদিকে এর মাঝেই জেলেনস্কির ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ইচ্ছা এবার পূর্ণ হওয়ার মুখেই । কারন ইউক্রেনকে ইইউর ‘প্রার্থী’ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধার উরসুলা ভন ডের লিয়েন । শুক্রবার তিনি ইউক্রেনের জাতীয় পতাকার রঙের পোশাক পরে এক সাংবাদিক সম্মেলনে করেন । তিনি বলেন, ‘হ্যাঁ, ইউক্রেনকে প্রার্থী দেশ হিসেবে স্বাগত জানানো উচিত ।’ তবে গুরুত্বপূর্ণ কিছু কাজ করা বাকি রয়েছে বলে তিনি জানান ।
এদিকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের জন্য ইউক্রেনের প্রস্তাবকে সমর্থন করেছেন ফ্রান্স, জার্মানি, ইতালি ও রোমানিয়ার রাষ্ট্রনেতারা ।তাঁরা ইউক্রেনের হয়ে সুপারিশ করেছেন । বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক যৌথ সাংবাদিক সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছিলেন, ‘ইউক্রেন ইউরোপীয় পরিবারের অন্তর্গত।’ তবে জার্মান চ্যান্সেলর জানান, ইউক্রেনকে এখনও সম্পূর্ণরূপে ইইউতে যোগদানের জন্য কিছু মানদণ্ড পূরণ করতে হবে ।।