এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৮ জানুয়ারী : শ্রীনগরে কর্মরত অবস্থায় বরফ চাপা পড়ে মৃত্যু হয়েছিল সিআরপিএফ জওয়ান সুবল মূর্মূর । শুক্রবার তাঁর কফিনবন্দি মৃতদেহটি বাঁকুড়ার হীড়বাঁধের চাকাডোবা গ্রামের বাড়িতে ফিরল । আর এই খবর পেয়ে পুরো এলাকার মানুষ ভীড় করেন মৃত জওয়ানের বাড়ির সামনে । সকলের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
জানা গেছে, হীড়বাঁধের বাসিন্দা সুবল মূর্মূর বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা ছাড়াও স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে । তিনি সিআরপিএফ-এর এফের-১১৫ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন । মাস খানেক আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি । ছুটি কাটিয়ে তিনি গত ডিসেম্বরেই কর্মস্থলে ফিরে যান । গত বুধবার শ্রীনগরের হযরথবলে তিনি যখন ডিউটি করছিলেন সেই সময় ভুক্ষলন হয় । সেখানেই তিনি বরফ চাপা পড়ে যান । যদিও কিছুক্ষনের মধ্যেই তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । তবে শেষ রক্ষা হয়নি ।
তারপর শ্রীনগর থেকে বিমানে সুবল মূর্মূর কফিন বন্দি দেহটি আনা হয় । এদিন সকালে কলকাতা নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছয় দেহটি । তারপর দেহটি সড়কপথে হীড়বাঁধের গ্রামের বাড়িতে আনা হয় । গ্রামে মৃত জওয়ানের দেহ পৌঁছতেই এক ঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে মানুষের ঢল নামে । পরে বাড়ি থেকে কিছুটা দুরেই মৃতদেহের সৎকার করা হয় ।।