জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর,১৭ জুন : দক্ষিণ দিনাজপুর জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে জায়গা করে নিয়েছে ৯ জন পরীক্ষার্থী । এই নয়জন কৃতি ছাত্রছাত্রীকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল। শুক্রবার দুপুরে এনিয়ে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আত্রেয়ী সভা কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । প্রশাসনের তরফ থেকে ওই ৯ জন কৃতি পড়ুয়ার হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয় ৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলা শাসক তুষার সিংলা,বিবেক কুমার ও শুভশীষ বেচ, জেলা সদর মহকুমা শাসক সুমন দাসগুপ্তসহ জেলা প্রশাসনের অনান্য আধিকারিকরা । অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সকল কৃতি পরীক্ষার্থীদের পরিবারের সদস্যদেরও । জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, কৃতি ছাত্রছাত্রীর প্রতি সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ।।