এইদিন ওয়েবডেস্ক,চণ্ডীগড়,১৭ জুন : জেলবন্দি ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের এক মাসের প্যারোল মঞ্জুর করল আদালত । ২০১৭ সালে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে হরিয়ানার রোহতক জেলে বন্দি রয়েছেন রাম রহিম । শুক্রবার জেলের এক উর্ধ্বতন আধিকারির সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন,এক মাসের জন্য রাম রহিমের প্যারোল মঞ্জুর করা হয়েছে । শুক্রবার তিনি জেল থেকে বেরিয়ে আসবেন । সুত্রের খবর,জেল থেকে বেড়িয়ে উত্তরপ্রদেশের বাগপত জেলার বারনাওয়াতে ডেরা সাচ্চা সৌদা আশ্রমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর ।
ডেরা সাচ্চা সৌদার সদর দফতর সিরসার আশ্রমে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গুরমিত রাম রহিম সিং । পঞ্চকুলায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর একটি বিশেষ আদালত তাকে আগস্ট ২০১৭ সালে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেয় । তারপর থেকে হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি রয়েছেন রাম রহিম । এর আগে ফেব্রুয়ারিতে ডেরা প্রধানকে তিন সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছিল । ফের জুনে এক মাসের প্যারোল মঞ্জুর করল আদালত ।।