প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ জুন : যে চাষ জমিতে ফসল ফলার কথা সেই জমির মাটি খুঁড়ে পাঁচটি সকেট বোমা উদ্ধার করলো সিআইডির বোম স্কোয়াড।তা নিয়ে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের উক্তা গ্রামে।উদ্ধার হওয়া বোমগুলি এদিনই নিস্কৃয় করেন বোম স্কোয়াডের সদস্যরা।এই ঘটনা আউশগ্রামের চাষি মহলেও আতঙ্ক তৈরি করেছে।পুলিশ অবশ্য বোম উদ্ধার করেই দায় ঝেড়ে ফেলে নি।চাষের জমিতে কারা সকেট বোমা পুঁতে রেখেছিল তা নিয়ে পুলিশ জোরদার তদন্ত চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,চাষই প্রাধান জীবিকা আউশগ্রামের উক্তা এলাকার বাসিন্দাদের । বর্ষা সেভাবে শুরু না হওয়ায় উক্তা এলাকার চাষ জমিতে এখনও ধান গাছ রোয়ার কাজ শুরু হয় নি। তাই এলাকার অনেকেই বিকালে ওইসব চাষ জমিতে গবাদি পশু চরাতে যান। আর চাষের জমিতে গরু চরাতে গিয়েই বুধবার বিকালে ভয়ানক পরিণতির শিকার হন বছর ৫৫ বয়সী রঞ্জন মেটে নামে এলাকার এক বাসিন্দা।
এলাকাবাসী জানান ,গরু চরানোর সময়ে মাঠে আধ পোঁতা অবস্থায় লোহার পাইপের মতো একটি বস্তু পড়ে থাকতে দেখেন রঞ্জন। সেটি বের করে আনার জন্য রঞ্জন ভারি কিছু দিয়ে তার উপরে আঘাত করেতেই বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে রঞ্জন মেটের ডান হাতের বেশকিছুটা অংশ কার্যত উড়ে যায়।এমনি বিস্ফোরণে তাঁর শরীরের অন্যান্য অংশেও আঘাত লাগে।বিস্ফোরণের বিকট শব্দ ও তার পরেই রঞ্জনের আর্তনাদ শুনতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় ।খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশও ঘটনাস্থলে পৌছায় । রক্তাক্ত অবস্থায় রঞ্জনকে উদ্ধার করে তাঁকে ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে । লোহার পাইপের মতো দেখতে ওই বস্তুটি খতিয়ে দেখে পুলিশ নিশ্চিৎ হয় সেটি আসলে সকেট বোমা।এর পরেই পুলিশ চাষের জমিতে আর কোথাও সকেট বোমা লুকিয়ে রাখা রয়েছে কিনা তা নিয়ে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নেয় ।
সেই মতো বৃহস্পতিবার বেলায় সিআইডির বোম স্কোয়াডের একটি দল ঘটনাস্থলে পৌছায় । বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তারা উক্তা এলাকার চাষ জমির বিভিন্ন জায়গায় তল্লাশি চালান । তল্লাশি চালানোর সময়ে ওখানকার চাষ জমিতেই আরো বোমা থাকার বিষয়ে নিশ্চিত হন বোম স্কোয়াডের সদস্যরা । নির্দিষ্ট একটি জায়গা চিহ্নিত করে সেখানকার মাটি তুলে বোম স্কোয়াডের সদসরা এদিন পাঁচটি তাজা সকেটবোমা উদ্ধার করেন । নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রীয় করা হয় । ডিএসপি (ডিএনটি) বীরেন্দ্র কুমার পাঠক বলেন, বোমা কিভাবে জমিতে এল তার তদন্ত শুরু হয়েছে ।’।