🌼 কাজকর্ম করবে বইকি, কাজে মন ভাল থাকে ।প্রার্থনাও বিশেষ দরকার । অন্তত সকাল-সন্ধ্যায় একবার বসতেই হয় । ওটি হল যেন নৌকার হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালমন্দ কি
করলাম না করলাম তার বিচার আসে । তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় । পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় । ধ্যানে প্রথমে মুখটি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল-সন্ধ্যা জপধ্যান না করলে কি করছ না করছ বুঝবে কি করে ?
শ্রী শ্রী মায়ের কথা- ২য় ভাগ-২৪৪ পৃষ্ঠা ।