জয়দীপ মৈত্র,বালুরঘাট,১৪ জুন : শহরকে নিষিদ্ধ প্লাস্টিকমুক্ত করতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা । আগামী ১ জুলাই থেকে পুর এলাকায় নিষিদ্ধ হতে চলেছে ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিকের ব্যাগ । আর সেই কারনে পুরসভার তরফ থেকে জোরদার প্রচার শুরু করে দেওয়া হয়েছে । মঙ্গলবার সকালে পুরসভার তরফ থেকে বালুরঘাট শহরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয় ।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট পৌরসভাকে প্লাস্টিক মুক্ত করতে আগামী ১ জুলাই থেকে প্লাস্টিক কাপ, গ্লাস জাতীয় পাত্র এবং ৭৫ মাইক্রন এর নিচে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে । নির্দিষ্ট সময়ের পর তা ব্যবহার করলে বিক্রেতাদের ৫০০ টাকা এবং ক্রেতাদের ৫০ টাকা জরিমানা করা হবে । বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, বালুরঘাট শহরকে দূষণ মুক্ত করতে শহর জুড়ে সচেতনতামূল্ক প্রচার চলছে ।।