এইদিন ওয়েবডেস্ক,এলাহাবাদ,১৪ জুন : হিন্দু সাধুদের ‘হেট মঙ্গার’ বলা অল্ট নিউজের (Alt News) সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের (Mohmmad Zubair) আবেদন খারিজ করে দিল উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট । সম্প্রতি নরসিংহানন্দ সরস্বতী, বজরং মুনি এবং আনন্দ স্বরূপকে ‘হেট মঙ্গার’ অভিহিত করে টুইট করেছিলেন জুবের । এরপর তাঁর বিরুদ্ধে থানায় একটি এফআইআর দায়ের করা হয়। এই ঘটনায় এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন মহম্মদ জুবের । জুরের তরফে বলা হয়, টুইটে তিনি কারও ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার চেষ্টা করেননি । তাকে অকারণ হয়রানি করার উদ্দেশ্যে এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে । উত্তর প্রদেশ সরকারের কৌঁসুলির পালটা যুক্তি ছিল, এই প্রথম নয়,বরঞ্চ অতীতে একই ধরনের ঘৃণামূলক টুইট করেছেন মহম্মদ জুবের । তাই তাকে কোনো ভাবেই রেহাই দেওয়া উচিত নয় । শেষ পর্যন্ত খারিজ হয়ে যায় জুবেরের বিরুদ্ধে জারি হওয়া এফআইআর বাতিলের আবেদন ।।