এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১৪ জুন : ইউক্রেন যুদ্ধের ১০০ দিনে তেল বিক্রি করে ৯৮ বিলিয়ন ডলার আয় করেছে রাশিয়া । সব থেকে আশ্চর্যজনক বিষয় হল, ক্রেতাদের সিংহভাগই হল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি । সোমবার ফিনল্যান্ড-ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) এর একটি প্রতিবেদনে বলা হয়,ইউক্রেন যুদ্ধ শুরুর ১০০ দিনে রাশিয়ার শতকরা ৬১ ভাগ তেল ইউরোপের দেশগুলোতে রপ্তানি করেছে যা থেকে মস্কো আয় করেছে ছয় হাজার কোটি টাকা । ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর রাশিয়া থেকে চীন সবচেয়ে বেশি ১৩.২ বিলিয়ন ডলারের তেল কিনেছে। এরপর রয়েছে জার্মানি । জার্মানি রাশিয়া থেকে তেল কিনেছে ১২.৭ বিলিয়ন ডলার তেল। ইতালি কিনেছে ৮.২ বিলিয়ন ডলারের, হল্যান্ড কিনেছে ৮.৪ বিলিয়ন ডলারের, তুরস্ক ৭.৬ বিলিয়ন ডলারের, ফ্রান্স ৪.৫ বিলিয়ন এবং ভারত ৩.৬ বিলিয়ন ডলারের তেল ।
ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর থেকেই রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো । ইউক্রেনকে তারা আর্থিক সহায়তার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছে । যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন পশ্চিমি দেশগুলির কাছে বারবার আহ্বান জানিয়ে আসছে যে, তারা যেন রাশিয়ায় অর্থের যোগান বন্ধ করতে তেল ও গ্যাস কেনা বন্ধ করে । কিন্তু বাস্তবে দেখা গেছে ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথা বলেও গোপনে রাশিয়ার কাছে গ্যাস ও তেল কিনে গেছে অধিকাংশ ইউরোপীয় দেশগুলি ।।