এইদিন ওয়েবডেস্ক,সুদান,১৩ জুন : সুদানের লোহিত সাগরের সুয়াকিন বন্দরের কাছে জাহাজ ডুবির ঘটনা ঘটেছে । জাহাজটিতে প্রায় ১৬ হাজার ভেড়া ছিল । জাহাজের ক্রু মেম্বাররা প্রাণে বাঁচলেও অধিকাংশ ভেড়ার সলিল সমাধি হয়েছে । ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ পশু বহন করার কারনেই দূর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে ।
জানা গেছে,বদর-১ নামের ওই জাহাজটির মাত্র ৯ হাজার ভেড়া বহনে সক্ষম । কিন্তু তাতে চাপানো হয়েছিল ১৫ হাজার ৮০০টি ভেড়া । রবিবার সকালে জাহাজটি পূর্ব সুদানী বন্দর সুয়াকিন ছেড়ে যাওয়ার অব্যবহিত পরেই ডুবে যায়। এরপর মাত্র কয়েকশ ভেড়া জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে । যদিও উদ্ধার হওয়া ভেড়াগুলির অবস্থা শঙ্কটজনক । সুদানের প্রাণিসম্পদ বিভাগের প্রধান সালেহ সেলিম জানিয়েছেন, ডুবে যাওয়া গবাদি পশুর মোট মূল্য প্রায় ১৪ মিলিয়ন সৌদি রিয়াল । গবাদি পশুর মালিকরা প্রায় ৭০০ ভেড়া উদ্ধার করেছেন। কিন্তু সেগুলো খুবই মুমূর্ষু অবস্থায় রয়েছে। খুব বেশিদিন এগুলো বাঁচবে বলে আশা করা যাচ্ছে না । তবে জাহাজের সমস্ত ক্রুদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন ।।