দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ জুন : জায়গা নিয়ে বিবাদের জেরে এক গৃহবধুকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে । হামলায় জখম হয়েছেন এক বৃদ্ধাসহ আরও ২ জন । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অগ্রদ্বীপে । পুলিশ জানিয়েছে নিহত বধুর নাম লক্ষী রাজোয়ার(৩২) । আহত ঝড়ু রাজোয়ার এবং পুষ্প রাজোয়ার নামে ওই বৃদ্ধা বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় মোট ৬ জনের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তবে সোমবার দুপুর পর্যন্ত গ্রেফতারের কোনো খবর নেই ।
জানা গেছে,অগ্রদ্বীপের গাজিপুর বেলেঘাটাপাড়ার বাসিন্দা ঝড়ু রাজোয়ার এবং মানিক রাজোয়ার পরিবারের মধ্যে একটি জায়গা নিয়ে কিছুদিন ধরে বিবাদ চলছিল । ঝড়ুদের বাড়ির পিছনে ফুট পাঁচেক চওড়া এক ফালি ওই জায়গাটি নিয়ে দুই পরিবারের মধ্যে ইতিপূর্বে একাধিকবার অশান্তি হয়েছে । রবিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ ঝড়ু রাজোয়ারের ভাইপো সঞ্জয় কাজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় মানিক রাজোয়ার, তারক রাজোয়ার তাঁকে আটকে মারধর করে বলে অভিযোগ ।
সঞ্জয় রাজোয়ারের অভিযোগ,তিনি চিৎকার করলে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন । তখন মানিকদের পরিবারের লোকজন লাঠিসোঁটা, হাঁসুয়া নিয়ে তাদের উপর চড়াও । লাঠি দিয়ে মারধরের পাশাপাশি হাঁসুয়া দিয়ে কোপাতে শুরু করে । তাঁর কাকিমা লক্ষীদেবীর ডানহাত ও কোমরের নিচে কোপানো হয়। কোপানো হয় জ্যাঠা ঝড়ু রাজোয়ার এবং ঠাকুমা পুষ্প রাজোয়ারকেও । বাঁচাতে গিয়ে আহত হন বৃদ্ধ দাদু রাবণ রাজোয়ারও ।
জানা গেছে,প্রতিবেশীরা আহতদের কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনে । লক্ষী রাজোয়ারের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান হাসপাতালে রেফার করা হয় । কিন্তু বর্ধমান নিয়ে যাওয়ার পথে মাঝ রাস্তাতেই মৃত্যু হয় তাঁর । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশ জানিয়েছে,অভিযুক্তরা পলাতক । তাদের সন্ধান চলছে ।।