এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ জুন : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের এক দালালকে হাতেনাতে পাকড়াও করল পুলিশ । মিলন ঘোষ নামে ওই দালালের বিরুদ্ধে কাটোয়ার খাজুরডিহি গ্রামের বাসিন্দা অঞ্জলী হালদার নামে ৬৫ বছরের এক বৃদ্ধা রোগিনীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র আটকে রাখার অভিযোগ উঠেছে । অঞ্জলীদেবীর অভিযোগ,’আমার চোখের সমস্যার কারনে কাটোয়া হাসপাতালে দেখাতে এসেছিলাম । চিকিৎসক কিছু পরীক্ষা করানোর জন্য বলেন । এনিয়ে আমি ও আমার মেয়ে রীনা হালদার যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম তখন হঠাৎ সেখানে আসে টিকরখাজি গ্রামের মিলন ঘোষ নামে ওই ব্যক্তি । সে সমস্ত পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে চিকিৎসার সমস্ত কাগজপত্র ও ৩১০ টাকা আমার কাছে নেয় । তারপর আমাকে হাসপাতালের বাইরে একটি বেসরকারি প্যাথলজিকাল ল্যাবে নিয়ে যায় । কিন্তু আমার সামর্থ্যের বাইরে খরচ হবে দেখে আমি টেস্ট না করেই পালিয়ে আসি । চিকিৎসার কাগজপত্র ও টাকা ফেরত চাই মিলন ঘোষের কাছে । কিন্তু ফেরত পাইনি ।’
জানা গেছে,হাসপাতাল থেকে দেওয়া চিকিৎসার কাগজপত্র ফেরত না পেয়ে অঞ্জলীদেবী নিরুপায় হয়ে কান্নাকাটি শুরু করেন । এক পুলিশকর্মীর নজরে পড়ে যাওয়ায় তিনি অঞ্জলীদেবীর কাছে এসে কান্নাকাটির কারন জিজ্ঞাসা করে । তখন ওই পুলিশকর্মীর কাছে সমস্ত কথা খুলে বলেন ওই বৃদ্ধা । এরপর অভিযুক্তকে আটক করে পুলিশ । পরে ওই বৃদ্ধা এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে ।।